Post# 1464422487

28-May-2016 2:01 pm


ইনশাল্লাহ সামনে,

এই শাবান মাসের ২৯ তারিখে চাদ দেখা যাবে, মানে প্রথম দিনে।
জুন ৬ তারিখ, সোমবার সন্ধায়, চাদ দেখা যাবে।
সোমবার দিন তারাবি পড়তে হবে। এর পর মঙ্গলবার দিন রোজা।

সৌদি, মধ্যপ্রাচ্য, মালয়শিয়াতে এর আগের দিন রোজা শুরু হবে।

    Comments:
  • - এটা জেনারেল রুল। স্পেশাল কেইসে এক্সেপশন আছে। গত মাস ৩০ শে হয়েছিলো। কিন্তু শাবান, রমজান পর পর দুই মাসই ২৯শে হবার সম্ভাবনা বেশি।

  • মঙ্গলবার ইয়ামুশশাক।
  • কারন মঙ্গলবার শাবানের ৩০ তারিখ পড়তে পারতো তাই। শাবানের ৩০ তারিখ হলো ইয়াউমুশ শক। সোমবার হলো শাবানের ২৯। সেদিন কোনোভাবেই রমজান না।

28-May-2016 2:01 pm

Published
28-May-2016