Post# 1464626800

30-May-2016 10:46 pm


এই প্রশ্নগুলোর বেশির ভাগের উত্তর আমি নিজেও জানি না।

১. আমি জিপিএ-৫ পেয়েছি ইংরেজি কি?
I obtained GPA - 5.
এটা ইদানিং শিখেছি। মেট্রিক পরিক্ষার পরপর আমি নিজেও পারতাম না।

২. অপারেশন সার্চলাইট কি?
জানি না।

৩. স্বাধীনতা দিবস কবে?
১৬ই ডিসেম্বর আর ২৬শে মার্চের কোনটা বিজয় দিবস আর কোনটা স্বাধিনতা দিবস, এটার ব্যপারে আমি কনফিউজড।

৪. পিথাগোরাস কে ছিলেন?
জানি না। অংকে উনার সুত্র আছে একটা। কিন্তু সুত্র থাকা মানে যে উনি অংকবিদ, তাও না।

৫. এভারেস্ট কোথায়?
জানি না। এটার বর্ডার-মালিকানা নিয়ে তিনটা দেশের মাঝে গন্ডোগোল আছে।

6. নেপালের রাজধানী কোথায়?
জানি না। সব দেশের রাজধানী মুখস্ত করার জন্য এসএসসির কোন পাঠ্যপুস্তকে দেয়া আছে?

7. জাতীয় সংগীত কে রচনা করেন?
8. শহীদ মিনার কই?
9. বিজয় দিবস কবে?
১০. বুদ্ধিজীবী দিবস কবে?
১১. এসএসসির মিনিং কি?
১২. জিপিএর মিনিং কি?
১৩. বর্তমান রাষ্ট্রপতির নাম?

এগুলো এসএসসির কোন বইয়ে দেয়া আছে?

আর যে সব বিষয় সত্যি কাজে লাগে এবং এসএসসির সিলেবাসে শিখায়, যেমন ফিজিক্স, কেমেস্ট্রি, ইংরেজি, মেথ, বায়োলজি -- এগুলো নিয়ে কয়টা প্রশ্ন করেছে?

কোরআন, সুন্নাহ, ইসলাম, শরিয়াহ এগুলো না হয় বাদ দিলাম।

Much ado about nothing.

30-May-2016 10:46 pm

Published
30-May-2016