Post# 1462777141

9-May-2016 12:59 pm


ঐক্য:

একটা দলের কথা চিন্তা করি। এটা কাফের বনাম মুসলিমদের দল হোক। বা মুসলিমদের দুই দলের মাঝে এক সাইডের দল হোক।

কোনো কাজের ব্যপারে ঐ দলের অধিকাংশ বললো এটা ঠিক।
কয়েক জন বললো এটা ঠিক না।

দ্বীমত।

এখন দ্বীমতকারীর বিরোধিতা তিন রকম হতে পারে।

ধাপ ১। এটা ঠিক না। তাই আমি তোমাদের সাথে এই কাজে নেই।
ধাপ ২। এটা ঠিক না। তাই আমি সবাইকে এই কাজ সমর্থন না করার জন্য বলতে থাকবো।
ধাপ ৩। এটা ঠিক না। তাই আমি বিরোধি দলের সাথে হাত মিলাবো।

কোন ধাপে গিয়ে আমি তাকে বাতিল বলবো আমাদের সাথে ডিসএগ্রিমেন্টের জন্য?

কনটেক্সটের উপর নির্ভর করে।

আমি তৃতীয় ধাপে গিয়ে তাকে বাতিল বলি। যখন সে বিরোধিদের সাথে হাত মেলায়।

অনেকে প্রথম বা দ্বিতীয় ধাপে তাকে বাতেল বলে।

কিছু পার্থক্য আছে। হার্ড এন্ড ফাস্ট রুল নেই।

    Comments:
  • কিছু প্রেকটিকেল কেস দেখালে বিশ্বাস করা সহজ হতো। শুধু মাত্র এজাম্পশন না।

9-May-2016 12:59 pm

Published
9-May-2016