সন্তানদের জন্য ভবিষ্যৎ উপদেশ:
তোমাদের ২০ বছর বয়সে সবগুলো ইসলামি দল তোমাকে নিজ নিজ দলে টানতে আরম্ভ করবে।
সবগুলো দলকে বাদ দিয়ে দল নিরপেক্ষ থাকবে। মুসলিমদের মূলধারার সাথে থাকবে। যেখানে অধিকাংশ মুসলিম আছে। এবং অধিকাংশ মুসলিম কোনো দলের সাথে নেই।
১। তারা বলবে, "ইসলামের উপর থাকতে হলে একটা দলের সাথে থাকতে হবে।" এটা ভুল।
এটা বিদেশে অমুসলিম দেশগুলোর জন্য সত্য যেখানে মুসলিমদের কমুনিটি নেই। এই দেশের জন্য সত্য না। ইসলামি সমাজে থেকে, কোনো দলে ঢুকলে তুমি মুসলিমদের মুলধারা থেকে আলাদা হয়ে যাবে।
২। তারা বলবে, "শুধু নামাজ রোজা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না।"এটা ভুল।
শুদু শাহাদাহ-নামাজ-রোজা-হজ্জ-জাকাত দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে, এবং এই কথা স্পস্ট করে হাদিস বলা আছে। খুজে নিও।
৩। তার বলবে, "আমার দলের কাজ করলে তুমি জিহাদের সোয়াব পাবে, এবং ইবাদতের থেকে অনেক গুন বেশি সোয়াব পাবে।", এটা ভুল।
জিহাদ মুসলিমদের সরকারের সাথে যোগ দিয়ে করতে হয়। এবং কাফেরদের বিরুদ্ধে করতে হবে। ছোট কোনো উপদলে যোগ দিয়ে দেশের বাকি সব মুসলিমদের বিরুদ্ধে জিহাদ আরম্ভ করলে তোমার জাহান্নামের পথ খুলে যাবে।
#HabibAdvice
- Comments:
- কেডারে মিসিং? আশে পাশের পোলাপাইনগুলারে? :-D