Post# 1464588334

30-May-2016 12:05 pm


আজকে শহিদ জিয়ার মৃত্যু দিবস। ১৯৮১ সালে এই দিনে উনাকে হত্যা করা হয়। তখন আমি পড়তাম ক্লাস সিক্স এ।

ইন্টারেস্টিংলি, নেটে এখনো যারা নিজেদের আগে বেড়ে বিএনপি সমর্থক বলে পরিচয় দেয় তারা প্রায় সবাই ঐ জেনারেশনের মানুষ। ঐ সময়টা ছিলো বিএনপির পিক।

ভালো লোক দেশে অনেক আছে। কিন্তু সবাই নেতা হয়। উনার থেকে ভালো মানুষ যদিও দেশে আছে। তবে গত ৪৫ বছরে উনার থেকে ভালো সরকার প্রধান আর কেউ আসে নি।

আল্লাহ তায়ালা উনাকে ক্ষমা করুন।

________
আওয়ামিলিগ ছিলো বামপন্থ, প্রো কমুনিস্ট। ঐ সময়টা ছিলো কমুনিজমের জয় জয়কার। "বাকশাল" নামটাও এসেছে কমুনিস্ট আইডলজি থেকে, "কৃষক-শ্রমিক আওয়ামিলিগ"।

ইসলাম পন্থিদের মাঝেও ঐ সময়ে কমুনিজম-সোশালিজম জনপ্রীয় হয়ে উঠেছিলো। যেমন মাওলানা ভাসানি চীন পন্থি কমুনিজমের পক্ষে আন্দোলন করে যাচ্ছিলেন।

যে দিকে দেশ যাচ্ছিলো সে দিকে দেশ চলতে থাকলে আজকে আমরা কমুনিস্ট দেশে বড় হতাম। এই অবস্থায় আল্লাহ তায়ালা করুনা করে শহিদ জিয়াকে দিয়ে এক ডানপন্থি দল তৈরি করে দিয়েছিলেন, জাতীকে ঐ অভিশাপ থেকে বাচানোর জন্য।

________
পানি এর পর অনেক গড়িয়েছে। বিএনপি আর ক্ষমতায় আসবে এটা আমি মনে করি না। তার কারন এই না যে আওয়ামিলিগ এখন অনেক শক্তিশালি। বরং হয়তো এই যে, সূর্য ডুবার সময় হয়ে গিয়েছে।

সময় শেষ।

30-May-2016 12:05 pm

Published
30-May-2016