Post# 1462083059

1-May-2016 12:10 pm


নেক কাজ গোপনে করা প্রকাশ্যে কারার থেকে ৭০ গুন বেশি সোয়াবের।
কিন্তু প্রকাশ্যে করলে যদি মানুষ তার অনুসরন করে, তবে গোপনে করার থেকে ৭০ গুন বেশি সোয়াবের।

এহইয়াউ উলুমুদ্দিনে এটা হাদিস হিসাবে বর্ননা করা হয়েছে।
___

এক সময় ফজরের নামাজের পরে বসরার অলিতে গলিতে চলতে থাকলে সব বাসা থেকে কোরআন শরিফ তিলওয়াতের আওয়াজ শুনা যেতো।

এর পর একজন আলেম রিয়ার সুক্ষ্ম বিষয় নিয়ে একটা বই লিখলেন। পর এই কোরআন তিলওযাতের আওয়াজ বন্ধ হয়ে গেলো।

সবাই বললো, ঐ বইটা বরং না লিখলেই ভালো হতো।
___

তবে রিয়ার সাথে কেউ আমল করলে। এবং তা দেখে অন্যরা অনুসরন করলেও রিয়াকারি কোনো সোয়াব পাবে না। হাদিস:

إن الله ليؤيد هذا الدين بالرجل الفاجر وباقوام لا خلاق لهم

অর্থাৎ, আল্লাহ তায়ালা পাপী ব্যক্তি এবং খারাপ জাতিদের দিয়ে এই দ্বীনকে সাহায্য করেন।

___
তবে, রিয়ার ভয়ে আমল ছেড়ে দেয়া একটা ভ্রান্তি এবং শয়তানের সাথে সহযোগিতা।

আমলের প্রথম থেকেই রিয়া থাকলে আমল ছেড়ে দেবে। কারন এটা গুনাহ এবং এখানে ইবাদত নেই।

কিন্তু আমলের মাঝখানে রিয়া আসলে, আমল ছাড়বে না। বরং রিয়া দুর করার চেস্টা করবে।

___
শয়তান প্রথমে এটাই চায় যে, মানুষ আমল না করুক৷

কেউ যদি আমল শুরু করে দেয় তবে শয়তান তাকে রিয়ার দিকে নিয়ে যেতে চায়।

কেউ রিয়া থেকে বাচলে, শয়তান তখন তাকে বলে, তোমার আমলে ইখলাস নেই, তুমি রিয়াকার। এই আমল দিয়ে তোমার কোনো কাজ হবে না।

এটা বলতেই থাকে যতক্ষন না সে আমল ছেড়ে দেয়।

আসল কথা হলো দ্বিনের জন্য যদি আমল হয় তবে আমল ছাড়বে না। বরং রিয়া দুর করার চেস্ট করতে থাকবে।

___
[ এখানকার সবগুলো বর্ননা এহইয়াউ উলুমিদ্দিন থেকে নেয়া হয়েছে ]

    Comments:
  • এগুলো নিয়ে এত হাসাহাসি কইরেন না ভাইজান। এগুলোরও ভক্ত আছে।

    এক ভাই একদিন আমাকে বললো, "আপনি এত লিখা পোস্ট করেন কিন্তু আপনাকে কোনো দিন ভালো কিছু শেয়ার করতে দেখলাম না।"

    বললাম "কিরকম ভালো?"

    আমাকে এই ধরনের কয়েকটা পোস্ট দেখিয়ে বললো "এই রকম।" :-P

1-May-2016 12:10 pm

Published
1-May-2016