Post# 1462468641

5-May-2016 11:17 pm


সবচেয়ে বেশি ব্যবহৃত ২০০ আরবী শব্দকে ১০ টি Flash Card Stack হিসাবে দেয়া হয়েছে এখন। প্রতিটি stack এ ২০টি করে শব্দ।

http://habibur.com/arabic/

FAQ:

- Flash Card কি জিনিস?

ডিকশনারেরি শব্দ মুখস্ত করার জন্য একটা নিয়ম। যেখানে অনেকগুলো খালি কার্ড নিয়ে এক দিকে শব্দটা লিখা হয় এবং উল্টো দিকে এর অর্থ লিখা হয়। এর পর শাফল করে এক সাইড দেখে অন্য সাইডের অর্থ বলতে পারে কিনা চেক করে নিজে নিজে প্রেকটিস করতে থাকে।

- ওয়েব সাইটে তাহলে কি দেয়া হয়েছে?

Flash Card এর ডিজিটাল ভার্শন। আরবী শব্দটা দেখে নিচের চারটি অর্থের মাঝ থেকে যেটা ঠিক সেটা সিলেক্ট করতে হবে। ঠিক হলে পরবর্তি শব্দে চলে যাবে। ভুল হলে ঠিক কোনটা ছিলো সেটা বলে দেবে। এর পর ঠিক মত ঠিকটায় ক্লিক করলে পরবর্তি শব্দে যাবে।

- এটা কার জন্য?

যে আরবী কিছু জানে তার ভোকাবুলারি বাড়ানোর জন্য।

বেসিক্যলি নিজের জন্য করছি। কারন আমার ভোকাবুলারি বাড়ানো দরকার।

- কোথায় সাইটা?

এখানে
http://habibur.com/arabic/

.

http://habibur.com/arabic/

    Comments:
  • Northern lights?

5-May-2016 11:17 pm

Published
5-May-2016