Post# 1462270291

3-May-2016 4:11 pm


তৌবা:

একটা ছেলে। জীবনের একটা সময় পর্যন্ত নামাজ পড়ে নি, অহংকারী ভাবে চলেছে। এর পর আল্লাহ তায়াল তার অন্তরে পরিবর্তন দিলেন, সে মাথা নিচু করে ইসলামে প্রবেশ করলো।

তৌবা। এর পর তার জীবনে কস্ট আরম্ভ হবে।

বহু লোক দেখেছি আমি এরকম তৌবা করে ইসলামের মাঝে পূর্ন প্রবেশ করতে। এবং প্রত্যেককে দেখেছি এর পর এই কস্টের মাঝ দিয়ে যেতে।

পরিবার থেকে আক্রমন। চাকরি চলে যাওয়া। সরকার থেকে জুলুম। অর্থনৈতি মন্দা। ত্রাহী অবস্থা হয়ে যায়। সে দেশে থাকুক বা বিদেশে। গ্রামে থাকুক বা শহরে।

এক পর্যায়ে এমন হয়েছিলো যে, আমার কাছে কেউ এসে যদি বলতো আমি অনুতপ্ত, ইসলামে পূর্ন প্রবেশ করতে চাই, তবে তার দিকে তাকিয়ে চিন্তে করতাম তার উপর মুসিবত আসছে, সে সহ্য করতে পারবে তো?

কাউকে দেখেছি সহ্য করতে না পেরে আবার ইগনোরেন্সে ফিরে যেতে।
কাউকে দেখেছি বছরের পর বছর সহ্য করে তার রবের গোলাম হয়ে যেতে।

___
তৌবা। এক লোক মরুভুমিতে তার উট হারিয়ে হাল ছেড়ে দিয়ে মৃত্যুর অপেক্ষা করছে। এই অবস্থায় তার উট নিজে নিজে তার সামনে ফিরে আসলো।

সে খুশির চোটে বলে উঠল, "হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব।" উল্টো কথা।

এই লোক যত খুশি হয়েছে তার থেকেও বেশি খুশি আল্লাহ হন যখন উনার কোনো বান্দা তৌবা করে উনার কাছে ফিরে আসে, এই ভাবে।

___
তৌবা।

চামড়া জ্বলে পুড়ে যেতে পারে।
তার পরও অন্তরে যে প্রশান্তি দিয়েছেন মালিক, সেটা তারা জানে না।

    Comments:
  • একসাথে সব প্রশ্নের উত্তর দিলাম:

    ১। একিউ করলে দোষ নেই, হিফাজত করলে দোষ নেই। শুধু বিএনপি শুনলে মানুষ হাসতে হাসতে মাটিতে গড়া গড়ি খায় কেন সেটা একটা রহস্য। :-P

    ২। আর কোনো দল নেই যেখানে শুধু সমর্থক হলেই ঐ দল আপনার উপর খুশি হয়ে যাবে। সবাই চায় আপনাকে দলের কর্মি বানাতে। শুধু বিএনপি এর সমর্থক হলেই বিএনপি খুশি। কর্মি হওয়ার দরকার নেই।

    ৩। অন্যান্য দলে একবার ঢুকে এর পর ছেড়ে দিলে, ঐ দল আপনাকে "মুনাফেক/গাদ্দার" ট্যগ দিবে। বিএনপিতে আপনি আসলেন না গেলেন সেটা তারা কেয়ারও করে না।

    আরো যুক্তি লাগবে? নাকি হলো? :-P

3-May-2016 4:11 pm

Published
3-May-2016