অভিযোগ: আমি নাকি "গাছ নামাজ পড়ছে" ধরনের ভালো পোস্টগুলো শেয়ার করি না।
এর উপর আমার উস্তাদের হুকুম: এই ধরনের পোস্ট আমাকে বাড়াতে হবে। এগুলো নাকি "নিরাপদ"। :V
নিরাপদ বলতে উনি কি বুঝিয়েছেন আল্লাহ জানেন। তবে গণদাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে "ভালো" পোস্ট শেয়ার করা আরম্ভ করলাম। :-P
এ ছবির অরিজিনাল পোস্টার পেয়েছেন ২ লক্ষ লাইক। [বিশ্বাস না হলে ছবির উপর ক্লিক করে ভেরিফাই করতে পারেন। আমাদের আরিফ আর হোসেন ফেল]:-D
এখন, আমার জন্য... বা, এই বাচ্চাগুলোর জন্য কয়টা লাইক হবে ফ্রেন্স? :-D
- Comments:
- আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসার পরে তারা একেবারে দেউলিযা হয়ে গিয়েছিলো। জনগনকে খাওয়ানোর পয়সা পর্যন্ত ছিলো না।
তাই তারা ক্ষমতায় থাকলেও প্লেন বহর হতো কিনা সন্দেহ।
- :-D
- "পশ্চিমারা প্রতিবন্ধকতা করতে পারবে" এটা আছে হাদিসে। আমি ধরে নিয়েছি এটা তাদের প্লেন দ্বারা।
কিন্তু কোনো গ্রাউন্ড ফোর্স তাদের দমাতে পারবে না।
তবে কালো পতাকা নিয়ে যারা বেরুবে তারা এখনো বের হয় নি।
- উস্তাদ যা কিছু শিখাচ্ছেন, এখন গুরু দক্ষিনা দেয়ার প্রসংগ চলে আসছে। :-P