[ হাইলি অপিনিয়ন্ড পলিটিক্যেল পোস্ট, শাহবাগিরা দূরে থাকেন ]
তিন বছর আগে ইসলামকে রক্ষা করার জন্য দুটো দল এই দেশে বেরিয়েছিলো।
১। মাদ্রাসার ছাত্ররা বাশের লাঠি নিয়ে।
২। "ওলামা লীগের শরিয়তপুরি গ্রুপ" চাপাতি নিয়ে।
____
এখন তিন বছর পর আমার মূল্যায়ন:
মাদ্রাসার ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতাদের কেউ কেউ এখন বাধ্য হয়ে মন্ত্রী মিনিস্টারদের সংগে ওয়াজ করেন কিংবা মাদ্রাসায় লেকচার দেন। এত কিছুর পরও। কয়েকদিন আগে শেয়ার করা একটা নিউজ দ্রস্টব্য।
আর "ওলামা লীগের শরিয়তপুরি গ্রুপের" তান্ডবের কারনে আজকে নাস্তিকেরা দেশছাড়া। এক্স-হাসদের নাম নিশানা একদিনের মাঝে মুছে গিয়েছে। শাহবাগের পতনের পেছনেও এই ওলামা লীগের শরিয়তপুরি গ্রুপ দায়ি ছিলো।
ওলামালীগের অবদান যেন আমরা ভুলে না যাই।
____
তিন বছর পর আমি আবার বলবো:
আমি অন্দোলনে বিশ্বাসি না।
আমি দাবি আদায়ে বিশ্বাসি না।
আন্দোলন আর দাবি আদায় গত ৫০ বছরে মধ্যপ্রাচ্যের কোনো দেশে ভালো কিছু আনতে পারে নি। এর আগেও ভালো কিছু আনতে পেরেছিলো কিনা জানি না।