Post# 1462212695

3-May-2016 12:11 am


বেসিকেলি দল-মতের সাপোর্টারদের সবার উচিৎ নিজ দলের আলেমদের থেকে ইলম অর্জন করা। তাহলে আর তর্ক থাকে না।

সেটা না করে ভিন্ন আইডোলজির আলেমের কাছে নিজ দলের মতের সাপোর্ট খূজলে ফিতনা বাড়ে।

ভুল খুজতে থাকলে সব আলেমের মাঝেই কিছু না কিছু ভুল খুজে পাওয়া যায়। কিন্তু বড় কোনো দোষ না থাকলে তার ভুলগুলো নিয়ে জাগলিং খেলায় আমি কোনো সর্থকতা দেখি না।

____
এর পরও কোন আলেমদের থেকে আমি ইলম গ্রহন করি, আর কাদের থেকে করি না তার কিছু এক্সাম্পল।

"ইলমের খিয়ানত" কেউ করেলে, আমার কাছে সে বাতিল। বিভ্রান্ত করার জন্য সে ইচ্ছাকৃত ভাবে সত্য গোপন করেছে।

"ফিকহি ইখতিলাফ" -- গ্রহনযোগ্য। এ ক্ষেত্রে ইখতিলাফি বিষয়গুলো বাদ দিয়ে নেই।

"কিচ্ছা কাহিনী" -- গ্রহনযোগ্য। এর মাঝে যতটুকু শিক্ষনীয় আছে ততটুকু, এবং এগুলো কিচ্ছা হিসাবে।

"স্বরোচিত মিথ্যা" -- বাতিল। কাজ্জাব।

"বাহাস" -- গ্রহনযোগ্য। শিক্ষনীয় ব্যপার আছে যেহেতু।

"মুসলিমদের প্রতি নন স্টপ ঘৃনা ছড়াতে থাকলে" -- বাতিল। আদব একটা বড় ব্যপার।

___
আল্লাহ তায়ালা আমাদের সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন।

    Comments:
  • দিলেনতো সব উল্টিয়ে।

3-May-2016 12:11 am

Published
3-May-2016