Post# 1462198511

2-May-2016 8:15 pm


"ইলমের খিয়ানত":
কোনো আলেম কোনো বিষয়ের এক দিক বললেন, কিন্তু ইচ্ছে করে অন্য একটা দিক গোপন করে গেলেন যেটা মানুষ শুনলে উনার প্রথম কথার কোনো গুরুত্ব থাকে না।

এদের থেকে আমি ইলম গ্রহন করি না। বিশ্বাস করা যায় না বলে।

___
"ফিকহী ইখতিলাফ":
কোনো আলেম এমন একটা মাসলা দিলেন যেটা অন্য আলেমদের মতে ভুল।

এদের থেকেও আমি ইলম গ্রহন করি। উনার যতটুকু ঠিক, ততটুকু।

___
"কিচ্ছা কাহিনীর বর্ননা":
এদের থেকে আমি ইলম গ্রহন করি। এ সব কিচ্ছা কাহিনী থেকে শিক্ষামূলক যতটুকু আছে ততটুকু।

___
"নিজে বানিয়ে একটা মিথ্যা কাহিনী বর্ননা":
এদের থেকে আমি ইলম গ্রহন করিনা। কাজ্জাব যেহেতু।

___

2-May-2016 8:15 pm

Published
2-May-2016