Post# 1462693706

8-May-2016 1:48 pm


[ Evil advice, সরল মনারা কস্ট পেলে আমি দায়ি না, you have been warned :-P ]

একেবারে দুর্বল চিত্তের লোক, যারা কিছু বুঝে না -- এমন লোকেরা বিপদের পড়লে সরাসরি সাহায্য করা উচিৎ না।

যেহেতু এরা কিছু বুঝে না, তাই এর পর থেকে তাদের সমস্যার জন্য আপনাকে দোষ দেবে। যেহেতু ব্লেইম করার জন্য হাতের কাছে সব শেষ হয়ে গিয়েছে, এখন আপনি আছেন কাছে :-P

কিছু এক্সাম্পল:

১। কেউ বললো, "ভাই আমি কম্পিউটার কিছু বুঝি না। আমার ইমেলটা হচ্ছে না। দেখেন তো কি হয়েছে?" বা "এটা হচ্ছে না, এটা আপনার এক মিনিটের কাজ একটু ঠিক করে দেন তো?"

ফাদ ! যদি পা দেন তাহলে পরবর্তিতে, "কি কইরা দিলো, আগে তাও এইটা হইতো, এখন সেইটা হয় না।"

যদি ব্যখ্যা করে বুঝাতে চেস্টা করেন তবে, "কি বুগি জুগি বুঝাইয়া দিলো। বাংগালকে হাইকোর্ট দেখাইলো।"

যদি বেশি পরিশ্রম করে খুশি করতে যান তবে, "এক মিনিটের কাজ ছিলো, সে আধা ঘন্টা ধইরা কি গুতাগুতি করলো বুঝলাম না।"

এর মূল কারন হলো, সে নিজেও কিছু বুঝে না, এবং আস্থাও রাখতে পারে না।

তাহলে, এধরনের লোকদের কি সাহায্য করবো না?

করবো। উপদেশ দিয়ে। হেন্ডস অন না।

"লেপটপটা নিয়ে আপনি ঐ রিপেয়ার শপে যেতে পারেন। তারা এই ব্যপারে এক্সপার্ট। ঠিক করে দেবে।" :-D

    Comments:
  • যে সব জায়গায় "না" বলতে পারি না, সে সব জায়গায় আমি বলি

    - ল্যপটপটা আমি রেখে দিচ্ছি। আমি ঐ দোকানে দেবো ঠিক করতে। আপনি পরশু এসে নিয়ে যাবেন যদি ঠিক হয়।

8-May-2016 1:48 pm

Published
8-May-2016