কুংফু:
এক সময়ে কুংফু লিজেন্ড ছিলো ব্রুস লী। ৩০ বছর বয়সে মারা যান। আমার স্কুলের ছেলেরা গল্প করতো ৪০ জন একসাথে নাকি তাকে ঘিরে ধরে গুলি করে। সে কয়জনের সাথে ফাইট করবে? মারা যায়।
হিরো? উহু।
পরে জেনেছি উনি মারা যান রাতে নিজের বিছানায় ঘুমের মাঝে।
কেন?
অতিরিক্ত কুংফু প্রেকটিসের জন্য শরিরে সমস্যা দেখা দেয়। তাই ঔষধ নেয়া আরম্ভ করেন। সেই ঔষধের প্রতিক্রিয়ায়।
কুংফু দিয়ে জীবনে উনি কখনো বিপদ থেকে বাচাতে পেরেছেন কিনা জানি না।
তবে কুংফু উনার মৃত্যুর কারন হয়েছে।
___
৮০র দিকে ঢাকা শহর ছিলো অনেকটা ফাকা। ছিনতাই ছিলো বেশি। কুংফুও জনপ্রীয় ব্রুসলীর কল্যানে। এর পর খবর আসতে থাকে কুংফু মাস্টারদের ছিনতাইকারীর হাতে আহত বা নিহত হবার।
কারন কি?
যারা কুংফু জানে তাদের ধারনা হয় তারা ছিনতাইকারীর সাথে ফাইট দিতে পারবে। কিন্তু ছিনতাইকারী তো কুংফুর নিয়ম মেনে আক্রমন করে না। তাই ছুরিকাহত হয় প্রায় সবাই।
বিশেষতঃ মনে পড়ে যাদুকর জেবিনের কথা।
___
কুংফু, ক্যরাটে এগুলো যত না বেশি রিয়েল ফাইটে কাজে লাগে তার থেকে বেশী হলো শো অফ। সত্যিকারের যুদ্ধে, কনফ্রন্টেশনে বা ফাইটে এগুলো খুববেশী কাজে লাগে না। একটা ছুরির বিপরিতে এটা কাজ করে না। পিস্তল বন্দুক অরো পরের কথা।
কোনটা কাজে লাগে, সেটা নিয়ে সবাই কাজ করছে। নতুন নতুন ট্যকনিক আবিস্কার করছে।
এটা করতে গিয়ে ইজরাইল সরকার বের করেছে "ক্রাভ মাগা" নামে মারশাল আর্ট। অনেকের মতে এটাই সবচেয়ে বেশি আক্রমনাত্বক। এটা ছাড়াও আধুনিক যুগের জন্য আছে "এমএমএ", মিক্সড মারশাল আর্ট।
___
ইউটুবে "রিয়েল লাইফ স্ট্রিট ফাইট" দিয়ে সার্চ করলাম দেখতে সত্যিকার অর্থে যারা রাস্তায় ফাইটে নামে, এবং হিরোর মত জিতে, তারা কোন পদ্ধতি ব্যবহার করে?
রেজাল্ট?
প্লেইন ওলড: "বক্সিং"।
বক্সিং যার কিছু প্রেকটিস আছে, তার একটা ঘুষির সামনে অন্য কেউ দাড়াতে পারে না। কুপোকাত, এক ঘুষিতেই এক এক জন।
তাহলে এত মার্শল আর্ট প্রেকটিশের লাভ?
বেশি কোনো লাভ নেই। :-D
- Comments:
- (Y)