Post# 1462780466

9-May-2016 1:54 pm


Classic writings:

"যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকি পোকার, সে জীবন যেন আমার না হয়"

এটা একটা ইমোশানাল রাইটিং। লিখেছিলেন "বুঝতেছিনা বিষয়টা" নামে এক ভাই চার পাচ বছর আগে ফেসবুকে।

বুঝাচ্ছিলেন একটা ফড়িংয়ের পেছনে সুতা বেধে আকাশে উড়ালে। বা জোনাকী পোকাকে মুঠে ধরে ঘুড়ালে সে স্বাধিন না।

লিখাটা অনেক হিট হয়েছিলো এবং এই টাইটেলের উপর ফেসবুক পেজও খুলা হয়েছিলো।

লিখকের প্রকৃত পরিচয় উনি কখনো সাধারনের কাছে প্রকাশ করেন নি। তবে কেউ পড়তে চাইলে নেটে টাইটাল দিয়ে সার্চ করলে এখনো পাবেন। লিংক দিলাম না।

Extract:
ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম। ঘাস ফড়িঙ ধরে তাঁর লেজে একটা সুতো বেধে দিতাম। তারপর তাকে নিজেদের ইচ্ছামত উড়াতাম। যখন সে উড়ে কিছুদূর যেত সুতো ধরে টান দিলাম। সে আবার মাটিতে পড়ে যেত। আবার উড়ত আবার টান দিতাম। এভাবে বিশাল আকাশে ছুটে বেড়ানো ঘাস ফড়িঙ আমাদের ইচ্ছের কাছে বন্দি হয়ে যেত। আরেকটা মজার কাজ করতাম রাতের বেলা। জোনাকি পোকা ধরে এনে হাতের মুঠোতে রাখতাম।তারপর সেই পোকা নিয়ে অন্ধকারে যেতাম আর বলতাম, ‘দেখ দেখ আমার হাতে আলো জ্বলছে।” অথচ আলোটা আমার ছিলনা, ছিল হতভাগা জোনাকি পোকার যে আমার হাতে বন্দি।যার আলো শুধু রাতেই থাকে। দিনের আলোতে যাকে খুজে পাওয়া যায়না। দিনের আলোতে যাকে কেউ মনেও রাখেনা।

9-May-2016 1:54 pm

Published
9-May-2016