Post# 1464652061

31-May-2016 5:47 am


[ কোপা শামসুর উপর পোস্ট, সরল মনারা স্কিপ করে যান। you have been warned. :-D ]

গতকাল থেকে this status is making the rounds on facebook. এখনো চোখে না পড়লে, শিগ্রিই অন্য কোনো ফ্রেন্ডের শেয়ারে দেখবেন ইনশাল্লাহ।
_______
বাংলাদেশে আমি আল্লাহকে দেখেছি

ঘটনাঃ
ভাইরা যখন সেই কুলাঙ্গারকে জাহান্নামে পৌছিয়ে নিচে নামেন ঠিক সেই মূহুর্তেই পুলিশ আসে। সব ভাইরা নিরাপদে বের হতে পারলেও আটকে যায় একজন। সবাই ভেবেছে তিনি গ্রেপ্তার।

নিরাপদ স্থানে সবাই এসে পৌছলো, বাকি রইল একজন। কিন্তু আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর তিনিও হাজির।

সবাই অবাক, তিনি এলেন কি করে?
আরেক ভাই তাকে প্রশ্ন করলেন, "ভাই আপনি আসলেন কি করে?"
এরপর তিনি বললেন, "কেন ভাই? আমাকে যে পুলিশ জাপটে ধরেছে, তাকে তো আপনিই কুপিয়ে আমাকে ছাড়িয়েছেন।"

তিনি যারপরনাই অবাক। তিনি বললেন, "আমি তো পুলিশকে কোপাইনি।"
তাহলে কে কোপিয়েছে সেই পুলিশকে?
আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর নুসরাহ ছাড়া কিছুই নয়।

কমেন্টে:
সিসি টিভির ফুটেজটা দেখলে এর প্রমাণ কিছুটা মেলে। প্রথমে চারজনকে দৌড়ে চলে যেতে দেখা যায়। এরপর সেই একজন। পুলিশের দাবী তাদের মধ্যে একজন পুলিশকে কুঁপিয়ে সেই একজনকে ছিনিয়ে নিয়ে যায়। অথচ সেরকমটা হলে, প্রথমে তিনজনকে এরপর বাকি ওই দুইজনের দৌড়ে যাওয়া দেখার কথা ছিল। অথচ আমরা দেখালাম প্রথমে চারজন, এরপর সেইএকজন, পুলিশকে কোপানো ব্যক্তিটি তাহলে কি ছিল?

আল্লাহু আকবার!! কুন ফা ইয়া কুন...

_______
ফুটেজটা আমি দেখেছি। শেষে একজনের দৌড়ও ঠিক আছে।

কোপা শামসুর ব্যপারে এতদিন আমার স্ট্যন্ড ছিলো এই বিখ্যাত উক্তির মত:
He's the hero we deserve But not the one we need right now. So we'll hunt him. Because he can take it. Because he's not our hero. He's a silent guardian, A watchful protector. A dark knight.

কিন্তু এখন মনে হচ্ছে, I have to re-think everything all over again. :-D

    Comments:
  • ওয়া লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
  • লিস্টে মাঝে মাঝে দেখি। কে করে মনে নেই। :-D
  • বিএনপি সাপোর্ট করি সবচেয়ে বড় দল বলে। এর থেকে ভালো লোকদেরও রাজনৈতিক দল আছে। কিন্তু সেগুলো হলো যাকে বলে "ক্ষুদ্র দল"। আবু মু'আউইয়াহ

31-May-2016 5:47 am

Published
31-May-2016