মিশরের একটা প্লেন কিছুক্ষন আগে রাডার থেকে নাই হয়ে গিয়েছে। সম্ভবতঃ ক্রাশ করেছে মেডিটেরিয়ানে। এখনো কিছু জানা যায় নি।
ইকুয়েডরে গতকাল দুটো বড় ভুমিকম্প হয়েছে। এর আগে সৌদি আরবের তাবুক, মিশর ইজরাইল মিলে একটা ছোট ভুমিকম্প হয়েছে। এটা দু দিন আগে।
আমেরিকার ১০০ বিলিয়ন ডলারের ঋন আছে সৌদির। ৯/১১ এর মামলায় এটা জব্দ করে ফেলতে পারে এই ভয়ে সৌদিআরব এটা বিক্রি করে দেয়া আরম্ভ করেছে। এর সাথে যোগ দিয়েছে চীন জাপান অন্যান্য দেশ। সবাই স্বাভাবিকের থেকে বেশি স্পিডে ডলার বিক্রি করে দিচ্ছে।
ইরানীরা এবার হজ্জে আসছে না। সৌদির সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরে কিভাবে ভিসা প্রসেস করবে সেই ডিসিশন সময় মত নিতে পারেনি বলে।
বাংলাদেশের মন্ত্রী মহোদয় জানালেন, গত সপ্তাহে, দু দিনের বজ্রপাতে মারা গিয়েছিলো ৮০ জনের উপরে।