Post# 1462940459

11-May-2016 10:20 am


ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গির মারা গিয়েছেন ঘন্টা দুয়েক আগে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উম্মাহর এই ফিতনার সময় উনার কাছ থেকে অনেক কিছু শেখার ছিলো।

আল্লাহ তায়ালা জান্নাতে উনাকে উচ্চ মর্যাদা দান করুন।

এখন আমরা শুধু আশা করতে পারি, ইমাম আওলাকীর মত উনিও হয়তো যা বলার সব বলে দিয়ে গিয়েছেন। এর পর আল্লাহ তায়ালা উনাকে তুলে নিয়ে গিয়েছেন।

http://www.sheershanewsbd.com/2016/05/11/127271

    Comments:
  • আমার আত্মিয়দের একাংশ উনার কাছের লোক।
  • কারো সাথে তর্ক জুড়তে খুব ইচ্ছে হচ্ছে। নরসিন্দির পানি খেয়ে হযরতের গা একটু শীতল হলে জানাইয়েন। তর্ক জুড়বো। আমার সাথে তর্ক জুড়লে সবার গা গরম হয়ে যায় বলে একটা বদনাম আছে। :-P
  • "কক্সবাজারে একই দামে ভাল সাইজের এসি রুম পাওয়া যাবে" <-- কক্সবাজারে এসি রুমের ভাড়া কত তাহলে?

11-May-2016 10:20 am

Published
11-May-2016