Post# 1463754678

20-May-2016 8:31 pm


রাজশাহিতে কয়েক দিন আগে সেই নাস্তিক প্রফেসর হত্যার কথা মনে আছে? এর পর পুলিশ ঘোষনা দিলো হত্যাকারি পুরো গ্যঙ্গ ধরা পড়েছে। চার জন সবাই।

এর পর গতকাল খবর আসলো ঐ চারজনের মাঝে একজন পুলিশ রিমান্ডে মারা গিয়েছে। তার পরিচয় হাফিজুর রহমান, শিবির করতো।

বুঝলাম অরিজিনাল হত্যাকারীদের কেউ ধরা পড়ে নি। বিড়াল পিটিয়ে বাঘ স্বিকার করানোর চেস্টা চলেছে। নিরিহ আরেক ছেলে মারা গিয়েছে।

আর জাতী ব্যস্ত এক হিন্দু শিক্ষকের কানে ধরা নিয়ে।

____
মনে করেছিলাম জুলুম অত্যাচারের কথা আর লিখবো না, শুনবো না, পড়বো না। যেহেতু সত্যি আমার এখানে কিছু করার নেই। তার পরও কেন যেন এটা নিয়ে কিছু না লিখে পারলাম না।

লানত দিবো? মনে পড়লো আল্লাহ সৃস্ট কোনো কিছুকে লানত দেয়া নিষেধ।

বলবো, "একদিন এর বিচার হবে! তোরা ধ্বংশ হয়ে যাবি" ?

মনে পড়লো এই কথাটা অনেক বার বলা হয়েছে গত কয়েক বছরে। কিছু হয় নি, এখনো।

আল্লাহ তায়ালা যখন চান, তখন করবেন, যা চান। এর সাথে আমাদের ইমোশোনাল কথার কোনো সম্পর্ক নেই।

____
"যদি তোমরা মুমিন হও বিজয় তোমাদের হবেই।" এই প্রতিশ্রুতির উপর যুগ যুগ ধরে অপেক্ষায় আছে এক দল, বিজয়ের জন্য।

কখনো তারা এটা চিন্তা করছে না, হয়তো এই বিজয় আর কখনোই আসবে না। কারন আমরা মুমিন না? মুমিন হওয়াটা শর্ত ছিলো। পূর্ব বঙ্গের মুসলিমদের কথা স্বরন করেই বলছি।

মুসলিম কোনো জনপদ এর আগে কাফিরদের হাতে ধ্বংশ হয়ে যায় নি তা না। আর এ উপমহাদেশের মুসলিমদের শেষ পরিনতি আমাদের ভালো করে জানিয়ে দেয়া আছে।

নিরাশ হওয়া ভালো না। তবে বাস্তববাদী হওয়া ভালো।

I can't change the tide, neither can I alter destiny.

কিন্তু কি পরিক্ষায় আল্লাহ তায়ালা আমাকে ফেলেছিলেন? এবং ঐ সময়ে আমার কি করা উচিৎ ছিলো? এর পর আমি কি করেছি? সেটা লিখে রাখা হবে।

আমরা কেউ এই পরিক্ষার হলে খুব বেশিক্ষন থাকছি না।

20-May-2016 8:31 pm

Published
20-May-2016