তায়াম্মুম:
অনেকের ধারনা পানি যেহেতু বর্তমানে যুগে সব জায়গায় আছে তাই তাইমুম শেখা দরকার নেই।
দরকার আছে এটা বুঝতে পারা যায়, প্লেনে চড়ার পর। অথবা অসুস্থ হবার পর।
তাই তাইয়াম্মুমের নিয়ম:
১। নিয়ত করতে হবে
২। একবার মুখ মসেহ করতে হবে।
৩। একবার করে দুই হাত মসেহ করতে হবে।
এ তিনটাই তাইমুমের ফরজ।
ওজুর সাথে পার্থক্য:
হানাফি মাজহাবে তাইমুমের নিয়ম এই ভিডিওতে পাবেন। পাকিস্তানের এক মুফতি দেখাচ্ছেন। দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের কোনো আলেমের ভিডিও পাই নি।
বেসিকেলি দুই হাত মাটিতে মেরে মুখের উপর থেকে নিচে একবার টানতে হবে।
এর পর আবার মাটিতে মেরে ডান হাতের নিচ দিয়ে আংগুল থেকে কুনুই পর্যন্ত টানতে হবে। এর পর হাতের উপর দিয়ে আবার কুনুই থেকে কব্জি মসেহ করতে হবে।
একই ভাবে বাম হাত। এর পর আংগুল খেলাল।
হানাফি মাজহাবে তাইমুমের নিয়ম:
https://www.youtube.com/watch?v=5qDcjV55A9M
হাম্বলি মাজহাবে এটা আরো সহজ। একবার মাটিতে হাত মেরে মুখ আর দুই হাত কব্জি থেকে মসেহ করতে হবে। কুনুই থেকে না। ভিডিও এখানে।
হাম্বলি মাজহাবে তাইমুম:
https://www.youtube.com/watch?v=xVip469_4Kw
আরো কিছু তথ্য:
আরো জানার জন্য বেহস্তি জেওর বা অন্য যে কোনো ইসলামি ফতোয়ার বইয়ের তাইমুমের অধ্যায় দ্রস্টব্য।