"স্বর্ন আছে ৮ ভরি। কিন্তু কামাই রোজগার নেই। ক্যশ টাকাও নেই। জাকাত দেবে কিভাবে?"
তখন ঐ স্বর্নের ৪০ ভাগের এক ভাগ জাকাত হিসাবে দিয়ে দিতে হবে। গরিবদেরকে স্বর্নের অলংকার থেকে অলংকার পিস সরাসরি দিয়ে দিয়ে।
প্রথম যুগে এভাবেই জাকাত আদায় হতো। "টাকা" জিনিষটা এসেছে অনেক পরে।
___
"ভারতে ভুমিকম্প হয়েছে ৬.৫ মাত্রার, কিন্তু বাংলাদেশে আসতে আসতে সেটা ৩ বা ৩.৫ হয়ে গিয়েছে, তাই ক্ষতি কম হয়েছে।"
উপরের উক্তিটা ভুল।
ভুমিকম্পের রিখটার স্কেলে যেটা মাপা হয়, সেটা হলো ভূমিকম্প যে জায়গায় হয়েছে, সে জায়গায় ভুমিকম্পের কারনে কতটুকু এনার্জি রিলিজ হয়েছে সেটা।
একারনে যত কাছে বা দূরে থেকেই ভুমিকম্প মাপা হোক না কেন, রিখটার স্কেলে সব জায়গায় সমান মাপ আসবে।
রিখটার স্কেলে "স্থানীয় ভুমির কম্পন" মাপা হয় না। ভুল করে অনেকে যেমনটা ধারনা করে।