Op-ed: বৃদ্ধাশ্রম।
মাতৃদিবসে বৃদ্ধাশ্রমের উপর কাল্পনিক গল্পে ফেসবুক ভরে গিয়েছে। সবগুলোতে বর্ননা: কার পাপে কে বৃদ্ধাশ্রমে গিয়ে ঠেকলো।
যুক্তি না দেখিয়ে কিছু ফেক্টস দেখাচ্ছি।
১। যে সকল বৃদ্ধরা বৃদ্ধাশ্রমে যায়, তারা স্বেচ্ছায় যায়। "প্রতারনা করে" তাদের সেখানে পাঠানো হয় না।
২। এই সকল দিবসে বহু টিভি চ্যনেল থেকে ক্যমেরা নিয়ে বৃদ্ধাশ্রমগুলোতে তাদের "কস্ট" রেকর্ড করতে সাংবাদিকরা যায়।
কিন্তু নাটকীয় কিছু না পেয়ে তারা বৃদ্ধ লোকের মুখের ছবি দিয়ে বলে "উনি কিছু বলতে পারছেন না, শুধু উনার অন্তরের ব্যথায় তাকিয়ে আছেন।"
আর এর আগে যে উনি বলেছিলেন "আমার সন্তানরা আমাকে এখানে পাঠায় নি, আমি নিজে এসেছে" এই কথাটা কেটে দেয়া হয়, অথবা এক লাইনে খবরটা এমন করে লিখা হয় যেন কথাটা মিথ্যে।