Post# 1464134047

25-May-2016 5:54 am


তোমরা যারা এত কিছুর পরও বিম্পি ছাড়তে পারছো না, তাদের জন্য। :-P
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • আমিও কি?
  • এটা বাজারের সবাই জানে বলে জানতাম। আর এখানে বিম্পির বিরোধিতা করে লিখেছি। পক্ষে না।
  • প্রথমে নিচের কথাগুলো সহ লিখেছিলাম, পরে এটা মুছে দিয়ে পোস্ট করেছি:
    _____
    বিম্পি ছাড়লাম। তার পর কি? বিম্পি সাপোর্টার দেশের এই ৪০% মানুষ সবাই কি আরেকটা দল সাপোর্ট করবে?

    উহু। বরং এরা ৪০ টা দলে ভাগ হয়ে যাবে।

    কিন্তু, "কে সাপোর্ট করলো না করলো সেটা আমরা দেখবো না, আমরা দেখবো কে হক পন্থি সেটা।"

    অকে। বাসার পাশে বৃদ্ধ আব্দুল্লাহর বাপ হলো সবচেয়ে বেশি হক পন্থি। কিন্তু সমস্যা হলো তার কোনো সাপোর্টার নেই।

    তাই শুধু হক পন্থি হলেই সমস্যার সমাধান হচ্ছে না। অন্য আরো কিছু লাগছে।

  • এই নামে আসলেই কোনো বই আছে নাকি? ইদানিং সব বইয়ের টাইটেল দেখছি "গনতন্ত্র কুফর।"
  • আমার ডাউলোড ফোল্ডারে এই টাইটেলের ১২ টা PDF বই একসাথে সেভ করা আছে :-D কিন্তু এগুলোতে গনতন্ত্র বলতে তারা যা বুঝে, আর আমি যা বুঝি সেটাতে পার্থক্য আছে।

    আমি গনতন্ত্র বলতে ভোট দিয়ে নেতা ঠিক করা বুঝি, এতটুকুই।
    তারা গনতন্ত্র বলতে বুঝে "জনগনই সকল ক্ষমতার মালিক" এই আকিদা।

    বিশাল পার্থক্য এর পরও বলা যায় তাদের সাথে আমার দ্বিমত নেই।
    আমি ভিন্ন জিনিস বুঝি আর বুঝাই।

25-May-2016 5:54 am

Published
25-May-2016