Post# 1462335859

4-May-2016 10:24 am


আরবী - ২

এর পরের ৫ টা সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ

৬। بِ with সাথে
৭। على on উপরে
৮। أنّ that যে
৯। إلى to দিকে
১০। كان am, is, are ~ছিলো

___
এগুলো দিয়ে একটা JavaScrip Flash Card বানাতে পারলে মন্দ হতো না।
দ্রুত মুখস্ত করে নেয়া যেতো।

    Comments:
  • কানা।
  • এখানে كان এর উপর আরবী গ্রামারে বিশাল চাপ্টার আছে।
    ইংরেজিতে যেমন am, is, are, was, were, had been, have been, had been being এরকম বহু ফরম আছে।

    এটা শিখে নিতে হবে। আমি সম্ভবতঃ আলিয়া মাদ্রাসার ক্লাস ফাইভের একটা বই থেকে শিখেছিলাম।

    নেটে এরকম রিসোর্স থাকলে খুজলে পাবেন।

  • https://www.facebook.com/habib.dhaka/posts/10153487155448176

4-May-2016 10:24 am

Published
4-May-2016