Post# 1464108438

24-May-2016 10:47 pm



বাগদাদের আরেকবার পতন হবে বলে সবাই আশংকা করছে। তবে সুন্নিদের হাতে না। বরং শিয়ারাই অনেক গ্রুপে ভাগ হয়ে গিয়েছে। একদল আরেক দলের উপর আক্রমন করছে। শহর একবার এই দল দখল করছে, আরেকবার ঐ দল। Chaos everywhere.


সৌদি সরকারের ক্যশ শেষ হয়ে আসছে। যদিও ব্যংকে ৫০০ বিলিয়ন ডলার আছে কিন্তু এটা লিকুইড ফরমে নেই। মানে ক্যশ হিসাবে নেই। পাওনাদারদের তারা "ক্রেডিট নোট" দিয়ে পে করছে। মানে "এ সরকারের কাছে এত টাকা পাবে" এরকম দলিল দিয়ে।


মোল্লা মনসুর মারা গিয়েছেন কিনা এটা এখনো তালিবান কনফার্ম করে নি। তবে পশ্চিমা মিডিয়াগুলো মারা গিয়েছেন ধরে এর পর তালিবানদের নেক্সট স্টেপ কি হবে সেটা নিয়ে আলোচনা করছে।

উনি বেচে আছেন বলে উনার যে অডিও রেকর্ড বেরিয়েছে, সেটা গত বছরের, পুরানো। এখনো তালিবান অফিসিয়ালি উনি মারা গিয়েছেন বা বেচে আছেন এর কোনোটাই বলে নি। ফেসবুকে "তালিবান অফিসিয়াল" নামে যে সব আইডি থেকে বিবৃতি পোস্ট করা হয়, তাদের খবরের উৎসের উপর আমার খুব বেশি আস্থা নেই। :-D


রাশিয়া-ন্যটোর কনফ্রন্টেশন দিনে দিনে বাড়ছে। রাশিয়ার এক জেনারেল বলছে এক বছরের মাঝে নিউক্লিয়ার ওয়ার আরম্ভ হতে পারে। তবে এটা অবাস্তব। উভয় পক্ষ জানে এর পরিনতি কি। তাই এত তাড়া তাড়ি কিছু হবার আশংকা আমি করছি না।

এদিকে চীন সমুদ্রে আমেরিকা আর চীনা বিমানের মাঝে ঠোকা ঠুকির খবর কিছু দিন পর পর আসছে।

    Comments:
  • সমস্যা হলো বড় ঘটনাগুলোর আগ পর্যন্ত খুব কমই বেচে থাকবে। তাই আমার মৃত্যুটা যেন শহিদী মৃত্যু হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। কবুলিয়াত আল্লাহর হাতে।
  • প্রশ্ন হলো "আসন্ন" বলতে কত আসন্ন বলছে সেটা। ইমরান নজর হোসেন কিন্তু দুই বছর আগে বলেছিলেন "আর দুই বছরের মাঝে হবে।" ঐ সময়টা পার হয়ে গিয়েছে।
  • আপনি শায়েখ ইমরান নজর হোসেনের পক্ষে হলে তর্ক করা যেতো। সবাই এক পক্ষে হলে তর্ক করবো কার সাথে? :-P
  • সবগুলো নিউজ আপডেট বলে :-D

24-May-2016 10:47 pm

Published
24-May-2016