Facebook Posts - September 2018

2-Sep-2018 12:51 am


এখন Order দিলাম :

DC-DC step down converter : 12 V lead acid backup battery দিয়ে router চালানোর জন্য।

Solder Wick : solder তুলার জন্য।

ULN2003 : ১টা IC যেটা দিয়ে ৭টা optocoupler + ৭ টা 1 K resistor কে রিপ্লেইস করা যাবে। প্লাস তারের সংখ্যাও আনেক কমে আসবে ইনশাল্লাহ। Let's check. [কেন? কারন Raspberry Pi দিয়ে সরাসরি relay চালানো যায় না। মাঝে কিছু কনভার্টার লাগে।]

NE555 Timer chip : ছাত্র অবস্থায় ইলেকট্রনিক্স ওয়ালাদের কাছে এই আইসিটার শুধু গল্প শুনতাম। এখন কিনে দেখি কি চিজ। দাম ১০ টাকা পার পিস।

4051 Analog Mux/Demux : 8 port এর। এনালগ পিন লাগবে অনেক। এটা দিয়ে একটা পিনে ৮টার কাজ চলবে।

Audio Amplifier Module : ১৫০/= পার পিস। Transistor বা op-amp দিয়েও তৈরি করা যায়। কিন্তু well, lets take a short cut here. 3 watt. আমার স্পিকার 5 ohm এর। চলবে তো? Lets hope so. :-)

    Comments:
  • ^ আসিতেছে ইনশাল্লাহ, হযরত।

2-Sep-2018 12:51 am

2-Sep-2018 7:26 am


দেরিতে খবর : হয়তো সাংবাদিকরা সেন্সর থেকে বাহির হয়ে এখন প্রকাশ করার সাহস করছে।

ঢাকায় ঢেংগুতে ১০ জন মারা গিয়েছে। আক্রান্ত ২ হাজার।

যদি দেখেন জ্বর আর মাড়ি, নাক বা পায়খানার সাথে রক্তপাত হচ্ছে তবে হাসপাতালে চলে যান।

না যেতে পারলে প্রচুর পানি খান।

সতর্কতা : ঢেংগুর গুজব থেকে সাবধান।

    Comments:
  • http://www.mzamin.com/article.php?mzamin=133422

2-Sep-2018 7:26 am

2-Sep-2018 2:20 pm


News "US military to cancel $300M Pakistani aid."

Looks like USA has lost Pakistan too. That actually happened when Imran Khan was elected PM last month. Pakistan is now more pro-China than ever. It's universities taking steps to teach students Chinese language among other things.

2-Sep-2018 2:20 pm

2-Sep-2018 8:21 pm



প্রথম কথা ভাই,

কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ দান করার জন্য লোক খুজবে কিন্তু কোনো ফকির মিসকিন খুজে পাবে না।


FAQ : "ভাই বিটিভির এড দেখলাম, সময়টা কি চলে এসেছে?"
উত্তর : জানা নেই।

    Comments:
  • https://www.facebook.com/imhasan1/videos/1925730750850464/

2-Sep-2018 8:21 pm

3-Sep-2018 12:08 am


যে দাবা খেললো সে যেন তার হাত শুকরের রক্তে রঞ্জিত করলো -- হাদিসটা ছোট বেলাই শুনেছিলাম। কিন্তু apparently আরবি হাদিসে আছে النرد যার অর্থ আরবরা করছে লুডুর মত কিছু!

তবে দাবার কি হবে? আর লুডুর ব্যপারেই বা কি?

কে জানে অন্য হাদিসে হয়তো দাবার কথা আছে। জানা নেই।

আর এটা হয়তো লুডু না। পাশা খেলা, যেটার নাম শুনেছি কিন্তু কাখনো দেখি নি। তবে জানি যে এটা লুডুর মত দেখতে।

জানা নেই।

3-Sep-2018 12:08 am

3-Sep-2018 12:53 am


আরবি শেখার পার্ট হিসাবে কবিতা খুজছিলাম। পেলাম "নাহনু শায়ব লা ইয়াসতাহি" -- "আমরা এমন এক জাতি যাদের লজ্জা নেই"।


ইরাকি এক কবির লিখা। নাম "আহমেদ আনইমি"। উনি নিজে শিয়া। লিখেছেন শিয়াদের বিরুদ্ধে।

এটা লিখার কারনে তিন বছর আগে উনাকে প্রকাশ্যে ফাসিতে ঝুলানো হয়। নেটে খুজলে ছবি পাবেন।


পুরো কবিতাটার, প্রথম কিছু লাইন অনুবাদ করলাম।

نحن شعب لا يستحي
আমরা এমন এক জাতি যাদের লজ্জা নেই।

السنا من بايع الحسين ثم خنّاه؟
আমরাই না, হুসাইন কে বায়াত দিয়ে বিশ্বাসঘাতকতা করেছিলাম?

ألم تكن قلوبنا معه وبسيوفنا ذبحناه؟
আমাদের অন্তর না উনার সাথে ছিলো, আর তলোয়ার দিয়ে উনাকে জবাই করেছি?

ألم نبكي الحسن بعد أن سممناه؟
আমরাই না হাসান কে বিষ খাইয়েছি, এর পর আমরাই না কেদেছি?

ألسنا من والى على وفي صلاته طعناه؟
আমরাই না আলীর পরিবার, এর পর নামাজের মাঝে উনাকে ছুরিকাঘাত করেছি?

ألسنا من عاهد عمر ثم غدرناه؟
আমরাই না ওমরের সাথে সন্ধি করেছি, এর পর বিশ্বাসঘাতকতা করেছি?

ألم ندعي حبه، وفي الصلاة لعّناه؟
আমরাই না উনার ভালোবাসায় আজান দেই, এর পর নামাজে উনাকে অভিশম্পাত করি?

قسمًا نحن شعب لا يستحي

কসম! আমরা এমন জাতি যাদের লজ্জা নেই।

نحن قطاع الطرق وخونة الدار
نهدر دم المسلم ونهجم على الجار
نعتمر عمائم بيضاء وسوداء وما تحتهما عار
والله نحن شعب لا يستحي
نحن جيش القادسية وجيش القدس وجيش ام المعارك وجيش المهدي
ونحن أيضًا أتباع الأعور الدجال
نحن خدم الحسينيات والجوامع والمساجد والكنائس والملاهي والبارات
ونحن أيضًا أتباع الشيطان تحت السروال
نحن شعب لا يستحي
قاتلنا إيران مع صدام
وحاربنا مع إيران ضد صدام
بربكم هل رأيتم كهذا الحجم من الإنفصام
نحن شعب لا يستحي
مبروك…. عراقنا أكبر حديقة حيوان بشرية
حكومتها إيرانية تحكم قطعانًا عراقية

এখানে আছে আরবী রিসাইটেশন।
https://www.youtube.com/watch?v=GY7qxoaLYbY


এখানে এক আরব সুন্নি শায়েখ উনার ব্যপারে বলছেন। শেষে বলছেন সবা শিয়াই কাফের না, পাপি না।

https://www.youtube.com/watch?v=Xjh70Uxt7-s

কিন্তু এই শায়েখ কে? আর এই মত সম্পর্কে dig করতে থাকলে আরো অনেক কিছু আসবে। তাই এখানেই কাট করলাম।

3-Sep-2018 12:53 am

3-Sep-2018 11:59 am


রাসুলুল্লাহ সা: বলেছেন [উনার উপর সালাম] :

শিগ্রিই ফিতনা, বিশৃংখলা দেখা যাবে। ঐ সময়ে যদি তুমি হত্যাকারী হবার বদলে হত্যাকৃত হতে পারো, তবে তাই হও।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

3-Sep-2018 11:59 am

4-Sep-2018 1:41 pm


THE MILITARY SECRET TO FALLING ASLEEP IN TWO MINUTES :

Here’s how to do it:

Relax the muscles in your face, including tongue, jaw and the muscles around the eyes

Drop your shoulders as far down as they’ll go, followed by your upper and lower arm, one side at a time

Breathe out, relaxing your chest followed by your legs, starting from the thighs and working down

You should then spend 10 seconds trying to clear your mind before thinking about one of the three following images:

You’re lying in a canoe on a calm lake with nothing but a clear blue sky above you

You’re lying in a black velvet hammock in a pitch-black room

You say “don’t think, don’t think, don’t think” to yourself over and over for about 10 seconds.

The technique is said to work for 96 per cent of people after six weeks of practice.

4-Sep-2018 1:41 pm

4-Sep-2018 1:49 pm


রাসুলুল্লাহ সা: বলেছেন [উনার উপর সালাম]

আল্লাহর কাছে দোয়া করো যেন উনি আমাকে ওসিলা দেন। এটা জান্নাতের একটা স্তর। একজন ছাড়া আর কেউ পাবে না। আমি আশা করছি সেই লোক হবো আমি।

4-Sep-2018 1:49 pm

6-Sep-2018 11:58 pm


The art of keeping calm and doing your job in the face of emergency. When emotion can't solve your problem, there is no point in showing it.

But that doesn't mean you take your hands off the problem. Rather you keep calm and try your best, even when the world around you is crumbling.

This post had an attachment, which is now missing

6-Sep-2018 11:58 pm

7-Sep-2018 4:55 am


যে শাহাদাৎ চাবে, আল্লাহর কাছে, আন্তরিক ভাবে।
আল্লাহ তায়ালা তাকে শহিদদের মর্যাদা দিবেন।
যদিও সে তার বিছানায় মারা যায়।

7-Sep-2018 4:55 am

8-Sep-2018 12:21 am


USA : ট্রাম্প বাবাজিকে এবার শক্ত আঘাত চারদিক থেকে। NYT-OpEd, resistance from within, বই ছাপানো। আজকে দেখলাম ওবামাও নিরবতা ভঙ্গ করে সরাসরি ট্রাম্পের বিপক্ষে বললেন। তবে ট্রাম্প এটা সামলিয়ে উঠবে। আঘাতকারিদের খবর আছে। Keep watching.

Iraq : বসরাহতে সরকার বিরোধি রায়ট চলছে। ১২ জন নিহত। শিয়া প্রতিষ্ঠান এবং ইরানি কনসুলেটরের বাসায় আঘাত।

Japan : রেকর্ড ঝড়। ভুমিকম্পে ১৮ মৃত।

Iran : এরদোগান, পুতিন আর ইরানের প্রেসিডেন্টের বৈঠক।

KSA : ধড়পাকড় চলছে ডিসিডেন্ট আলেমদের। [এটার লিংক চেয়েন না, বা সোর্স প্রশ্ন করেন না। টুইটার দেখেন। না পেলে "সবই গুজব" ধরে নিয়ে চলে যান।]

8-Sep-2018 12:21 am

8-Sep-2018 12:49 am


রাসুলুল্লাহ ﷺ বলে গিয়েছেন [উনার উপর সালাম]

আল্লাহর কাছে পছন্দনীয় হলো নিয়মিত আমল।
অল্প হলেও।

- বুখারি ও মুসলিম।

8-Sep-2018 12:49 am

8-Sep-2018 6:33 am


রাসুলুল্লাহ সা: বলেছেন :

আমি কি তোমাদের নামাজ রোজা দান থেকে বেশি সোয়াবের কাজের কথা জানাবো?

সাহাবাগন বললেন : বলেন।

বললেন : দুজনের মাঝে সম্পর্ক ঠিক করে দেয়া।

8-Sep-2018 6:33 am

8-Sep-2018 6:48 am


মোরোগের ডাক শুনলে তোমরা আল্লাহর কাছে ভালো দোয়া করো, কারন সে ফিরিস্তা দেখেছে।

গাধার ডাক শুনলে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও কারন সে শয়তান দেখেছে।

- বুখারি ও মুসলিম।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

8-Sep-2018 6:48 am

8-Sep-2018 11:24 pm


জিবিত লোককে আদর্শ বানানো খারাপ। মৃতকে বানাতে হয়।


সম্ভবতঃ কোনো হাদিসের মর্মকথা। লিংক জানি না। আমি জানি না জীবত লোক কিছু দিন পরে কোন দিকে যাবে। মুসলিম থাকবে? ভালো থাকবে?


"ইসলাম চলে গিয়েছে কিতাবে, মুসলিমরা কবরে। কারন উদাহরন দিতে গেলে আমরা জীবিত কারো উদাহরন দিতে পারি না। মৃতের দেই।"

একটা কমন কথা যেটা দিয়ে উদাহরন দেয়া হয় মুসলিমদের বর্তমান খারাপ অবস্থা সম্পর্কে।

কিন্তু আমি এতে সমস্যা দেখি না। জীবিত কাউকে দিয়ে উদাহরন না দেয়াই ভালো। মৃতের আমলনামা বন্ধ হয়ে গিয়েছে। সে আর খারাপ কিছু করতে পারবে না। সে উদাহরন।


সুকি কে নোবেল দেয়া হয়েছিলো। কিন্তু সে ছিলো জীবিত। নোবেল ফিরানোর উপায় নেই, তাকে দোষ দেয়ারও উপায় নেই। তাই কৌশলে দোষ দেয়া হচ্ছে শুধু মিলিটারি কমান্ডকে। মূল সমস্যা ছিলো নোবেল দেয়া হয়েছিলো জীবিতকে।


"তুমি এত ভালো যে তোমাকে নোবেল দেয়া হলো। তুমি যা ইচ্ছে করো। যাই করো না কেন তোমার কোনো পাপ নেই।" -- এই সার্টিফিকেট কি ইসলামে আছে?

আছে বদরি সাহাবিদের জন্য। এক যুদ্ধের প্রসংগে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে সাহাবা উনার ব্যপারে হাদিস দ্রষ্টব্য।


বাজারে গুজব "থেকে আমাতুল্লাহ" বই নিয়ে। কিন্তু দ্বিনের পথে ups and downs আছে। এগুলো নিয়ে এত উত্তেজিত হবার কিছু নেই। জীবনে অনেক মোড় আছে। আমাকেও পার হতে হয়েছে। কিন্তু শেষ পরিনতি কি, সেটা মূল ফ্যক্টর।

এখানে প্রথম সমস্যা? জীবত কাউকে আদর্শ বানিয়ে ফেলেছিলাম। যেটা অনুচিৎ।


"আচ্ছা প্রত্যাবর্তন বই নিয়ে আপনার কি মত?"

দুনিয়ার যত মানুষ বর্তমানে দ্বিনের উপর আছে তাদেরকে আল্লাহ তায়ালা ইনশাল্লাহ দ্বিনের উপর রাখবেন। শেষ মুহুর্তে উল্টো টার্ন খুব কম লোকের হয়।

এর জন্য, এই না যে প্রত্যেককে আমাদের সন্দেহের চোখে দেখতে হবে। এখানে একটা ব্যলেন্স দরকার আছে। মানুষের ভালো এক্সপেরিয়েন্স থেকে শেখার অনেক কিছু আছে।


মানুষের ভালোগুলো নেই।

But don't get too much attached with anyone.

কারন দিনের শেষে আমি আমার পরিনতি জানি না। তার পরিনতিও না।

    Comments:
  • ^ "কোন এক" দিয়ে দিয়েছি। সঠিকটা জানা নেই বা এখন খুজে বের করার সময় নেই যেহেতু।

8-Sep-2018 11:24 pm

9-Sep-2018 7:20 am


তারা যদি কাকরাইল মসজিদের পূর্ন দখল নিয়ে নেয়। এর পর কি?


উলামারা যদি বিপক্ষে অবস্থানেই থাকে তবে তাদের অবস্থা হবে জামাতে ইসলামির মতো। ইংরেজিতে বলে ghetto. আলাদা একটা গ্রুপ।


লক্ষনীয় যে দু পক্ষের একটাকে যদি ঠিক ধরি তবে অন্য পক্ষের লোকরাও কিন্তু গত ৩০-৪০ বছর ধরে অসংখ্যা কোরবানী মেহনত করে এসেছে। এর পরও শেষে এসে পতন।

হয় ইউনুস শিকদার স্যারের মেহনতে ভুল ছিলো বা হাফেজ জোবায়ের সাহেবের। সময় বলে দেবে। এর পর প্রশ্ন আসবে কেন? এবং এথেকে আমাদের কি শিক্ষনীয়?


মুসলিমে মুসলিমে সংঘর্ষে ভালো কিছু আসে না।
"দ্বীনের জন্য" দাবি misguidance.
"নেতৃত্বের জন্য" বললে ঠিক।

    Comments:
  • ^ তাদের point of view থেকে বিপক্ষ গোমরাহ। আমার view ভিন্ন।

9-Sep-2018 7:20 am

9-Sep-2018 9:09 pm


গতরাতের কাকরাইলের ভিডিও দেখে আমার মনে হচ্ছিলো কেমন যেন অদি যুগের "দূর্গ ঘেরাও" এর মত সিন দেখছি।


এর পর আজকে একজনের স্টেটাস :

"দাবি চারটি : মাদ্রাসা স্থানান্তর, বারবার সন্ত্রাসী হামলার মূল হোতাদের গ্রেফতার, বিচ্ছিন্নতাবাদি শুরাদের বহিস্কার, কেন্দ্রের সঙ্গের শুরাদের প্রবেশের অনুমতি দান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল ঘেরাও করে রাখা হবে ইনশাআল্লহ যেমন সাহবারা বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য একে ঘেরাও করে রেখেছিলেন ওমর ফারুক (রাঃ) এর জমানায়।"

আমার বুঝ তাহলে ঠিক ছিলো।
এটা ছিলো ইনটেনশেনাল।


ট্রল করার মতো মন মানসিকতা নেই। কিন্তু কথায় আছে "ঢেকি স্বর্গে গেলেও..."। তাই কিছু করছি Think positive!

Think positive এর কি আছে? বলছি :

তবলিগওয়ালারা জিহাদ করে না অভিযোগ ছিলো। সেই অভিযোগের আর সুযোগ নেই। কারন এখন বাইতুল মুকাদ্দাস উদ্ধারের রেকি করছে।

দ্বিতীয়তঃ অভিযোগ ছিলো : বাংলার সব টুপি দাড়িই পাকিস্তান পন্থি রাজাকার। সেটাও ভুল প্রমানিত হলো। দুর্গ ঘেরাও এর পর তাদের পাকিস্তান বিরোধি শ্লোগান প্রমান।

দুটোই পজিটিভ। Think positive.

    Comments:
  • ^ শেষ পয়েন্টটা rewrite করে দিয়েছি। আরো সংক্ষিপ্ত করে।
  • ^ ব্যবসা করার অনুমতি দিয়ে। দুনিয়ার সবাইকে। ট্যক্স ছাড়া।

9-Sep-2018 9:09 pm

10-Sep-2018 11:30 pm


রাসুলুল্লাহ সা: বলেছেন,
যদি ৩টা আয়াত, তোমাদের কেউ পড়ে, নামাজে --
তবে সেটা তার জন্য ভালো,
তিনটা বিশাল বড় উট থেকে।

    Comments:
  • FAQ: কোন তিনটা আয়াত?
    উত্তর : যে কোনো তিনটা আয়াত।

10-Sep-2018 11:30 pm

11-Sep-2018 12:17 am



হাই টোন, হাই পিচ, হাই লেভেলের যুক্তিতে যদি এক দল অন্য দলের বিরুদ্ধে বলে তবে বুঝতে হয় এই কথাগুলোতে ভালো কিছু নেই। এখানে দেখার কিছু নেই। Look elsewhere.

সত্যিকারে বাতেলের বিরুদ্ধে লম্বা যুক্তি দেয়ার দরকার পড়ে না।
সবাই বুঝতে পারে, বা অল্প দু এক কথাতেই বুঝানো যায়।


প্রশ্ন : নিজে নিজে যদি সবাই বুঝে, বা অল্প কথাতেই যদি বুঝানো যায় তবে এত মানুষ গলদ দলগুলোর সংগে যায় কেন?

উত্তর : ঐ দলের নেতাদের হাই পিচ, হাই এনার্জি, ইমোশোনাল কথায় প্রভাবিত হয়ে। এক সময় অনুসারির ঘোর কেটে যায, বুঝে ঐ হাই লেভেলের কথাগুলো অতিরঞ্জিত ছিলো। কিন্তু ততক্ষনে সে দলে ঢুকে গিয়েছে, বেরিয়ে আসার উপায় নেই।

মনে রাখতে হবে,
যে কোনো দল - ওয়ান ওয়ে রোড। আপনি ঢুকতে পারবেন কিন্তু বেরুতে পারবেন না।


দিনকে রাত প্রমান করতে অনেক কথা লাগে।
রাতকে রাত প্রমান করতে বেশি কথা লাগে না। বললে হয়।

তাই, সাধু সাবধান।

11-Sep-2018 12:17 am

11-Sep-2018 10:55 pm


আজকে প্রথমতঃ ৯১১। ইন্টারেস্টিংলি যাদের বয়স এখন ১৮ বছর তারা কেই ৯১১ দেখে নি। সে দিন ইন্টারনেটে আমেরিকার সব নিউজ সাইট, সব সোশাল মিডিয়া ডাউন হয়ে গিয়েছিলো অতিরিক্ত লোডের জন্য।

দ্বিতীয়তঃ আজকে হিজরি নতুন বছর ১৪৪০ আরম্ভ। Lets watch what this new year brings.

পরিক্ষা সমাপ্তি [মৃত্যু] এর দিকে আরেক কদম। আমার মৃত্যু মানে ঘটনার শেষ না। পরবর্তি প্রজন্ম ততক্ষনে রেডি আমাদের থেকে বুঝে নিয়ে ঘটনা টেনে তাদের পরবর্তি প্রজন্মের হাতে পৌছে দেবার।

এই টেনে নিয়ে যাবার পেছনে কার অবদান কতটুকু সেটা একটা পরিক্ষা।

রেজাল্টের দিন সবাই আমরা একসাথে থাকবো। আমার জনম শত্রুর সাথে একসাথে। মুখোমুখি। পালানোর জায়গা নেই।

11-Sep-2018 10:55 pm

12-Sep-2018 11:15 am


Magnitude 5.6. Shallow at 10km depth. In India, north of BD. 10:50 am today.

https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us2000hd8v#executive

12-Sep-2018 11:15 am

12-Sep-2018 1:01 pm


আরবী শিক্ষা ও continuation.

যারা উৎসাহ নিয়ে আরবি শেখা আরম্ভ করেন, তাদের মাঝে হয়তো ১০০ এর মাঝে ১ জন পুরো দমে একের পরে এক পাঠ শেষ করে বছর খানেকের মাঝে আরবীতে এক্সপার্ট হয়ে বের হন।

বাকিরা ড্রপ আউট। উৎসাহ হারিয়ে ফেলা, ব্যস্ততা, অলসতা বা অন্য কারনে।

এখানে ড্রপ আউটদের জন্য :

কিছু দিন পরে আবার উৎসাহ ফিরে এল আবার আরম্ভ করেন। আগে যা শিখেছেন তার অধিকাংশই মনে থাকবে। এর পর এগিয়ে নিয়ে যান।

কিছু দিন পরে আবার ড্রপ আউট হবেন। এর এক বা দুই বছর পরে হলেও আবার আরম্ভ করেন।

আমি এতে খারাপ কিছু দেখি না। আপনার এক বছরের কোর্স ১০ বা ২০ বছর লাগছে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন।

লিখিত বা কথ্য আরবির ২৫% যখন বুঝবেন তখন কনটেক্সট থেকে বাকিটা বুঝে নিতে পারবেন। এবং শেখা এর পর দ্রুত এগুবে ইনশাল্লাহ।

চর্চার জন্য ইউটুবে প্রচুর রিসোর্স আছে। বাংলা, ইংরেজি বা হিন্দি উর্দু বাদ দিয়ে আরবী ভিডিওগুলো বেশি সময় দেন।

meme, fail blog, win blog, হাসির কিছু, news, crime report, clip, life, দুঃখ কষ্ট, অনলাইনে তর্ক, বিতর্ক, যুক্তি, rant সব কিছুই আরবিতে আছে। প্রচুর পরিমানে। আপনাকে উৎসাহিত রাখার জন্য যথেষ্ট।

12-Sep-2018 1:01 pm

13-Sep-2018 12:42 am


রাসুলুল্লাহ ﷺ বলেছেন [উনার উপর সালাম],

যে দোয়া দিয়ে "দি-আননুন" [ইউনুস আ:] এর দোয়া করেছিলেন যখন উনি মাছের পেটে ছিলেন সেটা হলো "লা ইলাহা ইল্লা আন্তা সোবহানাকা ইন্নি কুনতু মিনাদ দোয়লিমিন"

কোনো মুসলিম ব্যক্তি এটা দিয়ে কিছুর দোয়া করলে আল্লাহ তায়ালা তার জবাব না দিয়ে যান না।

- তিরমিজি।

    Comments:
  • ^ এই হাদিসে আছে এতটুকুই। এর বাইরে আরো restrictive কিছু চাইলে -- ব্যক্তিগত মত, তাসাউফ, জ্ঞানি জনের কথা -- এগুলো আসবে। এগুলো অনুসরনে নিষেধ নেই। কিন্তু হাদিসের কথা উপরেরটুক পর্যন্তই।

13-Sep-2018 12:42 am

13-Sep-2018 1:26 am


আলী রা: বলেছেন : সব দোয়াই ঢাকা অবস্থায় থাকে যতক্ষন না রাসুলুল্লাহ ﷺ এর উপর সালাত পাঠানো হয়।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

13-Sep-2018 1:26 am

13-Sep-2018 1:58 am


রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
মু'মিন পুরুষ আর মহিলার উপর বিপদ আসতে থাকবে,
তাদের নিজের উপর, সন্তানদের উপর, সম্পদের উপর,
যতক্ষন না তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে
এই অবস্থায় যে তার কোনো গুনাহ নেই।

13-Sep-2018 1:58 am

13-Sep-2018 6:02 am



"দাউরা যদি মাস্টার্স এর সমান হয় তবে ইফতাহ কে কি বলবে?"

পিএইচডি? এটা আস্বাভাবিক না। পিএইচডিতে নতুন কিছু জ্ঞান যোগ করতে হয় যেটা মানুষ আগে জানতো না। ইফতাহতেও তাই, নতুন কিছু বিষয়ে ফতোয়া দিতে হয়, যেটার ব্যপারে আগে ফতোয়া নেই।

প্লাস মধ্যপ্রাচ্যের প্রায় সব আলেম প্রেজেন্টার "দকতুর" ডিগ্রিধারি। তাদের ডকটরকে এই দেশের ইফতাহ এর সমান বলা যায়।


"বুঝলাম। এর পর মুজতাহিদ হলে?"

মুজতাহিদের কোনো সার্টিফিকেট কোথাও দেয়া হয় না। এটা অনেকটা সামাজিক গ্রহনযোগ্যতা।


"কিন্তু অল্প সময়ে তারা দাউরা পাশ করে মাসটার্স এর ডিগ্রি নিয়ে নিচ্ছে!"

এটা নিয়ে বিচলিত হবার কারন নেই।

মাদ্রাসাগুলো তাদের কোর্স এখন লম্বা করে নিচ্ছে জেনারেল লাইনে মাষ্টার্স যতবছর লাগে ততবছরের শিক্ষার ইকুইভেলেন্ট করে। আগের মতো শর্ট ৫ বছরের কোর্সে দাউরা সম্ভবতঃ এখন বন্ধ হয়ে যাচ্ছে।


"কিন্তু তারা তো তেমন কিছু শিখছে না।"

Arguably. বাংলা মিডিয়ামে কি শিখে? একটা উপন্যাস নিয়ে দুই বছর ধরে কচলাতে থাকে। ঐ উপন্যাসের এর চরিত্র, তার চরিত্র বিশ্লেষন।

মাদ্রাসা লাইনে এত ঘুরপাক খায় না। লাইব্রেরিতে বসে বই পড়ার মতো। একের পর এক বই পড়ে প্রথম থেকে শেষ করে যায়। আজকে যে ১০ পৃষ্ঠা পড়লো পরের দিন এর পরের ১০ পৃষ্ঠা। এর মাঝে শিক্ষা। তারা তিন পৃষ্ঠার এক গল্প তিন মাস ধরে পড়ায় না।

ইংলিশ মিডিয়ামেও একটু কম হলেও তাই। ইংরেজি পরিক্ষা দেবেন? কোনো পাঠ্য বইয়ের কোনো গল্পের উপর প্রশ্ন আসবে না। বরং আপনি ইংরেজি কতটুকু পারেন সেটার উপর প্রশ্ন।

বাংলা মিডিয়াম বরং এই সাইড থেকে পিছিয়ে আছে। কে কতটুকু মুখস্ত করতে পারে তার প্রতিযোগিতা। এমন সব কিচ্ছা কাহিনির যেগুলোতে মানুষের কোথাও কোনো উপকার নেই।

    Comments:
  • অনেকটা নিজেকে কনভিন্স করার জন্য লিখলাম। যুক্তি-পাল্টা যুক্তি।

13-Sep-2018 6:02 am

14-Sep-2018 6:00 am


আমি আন্দোলনে বিশ্বাসি না।


কোনো আন্দোলনেই না। কোনো দেশের সরাকার বিরোধি আন্দোলনেও না। ভালো কিছু দাবি আদায়ের জন্যও না। কোনো গ্রুপের দাবি আদায়ের জন্যও না।

আন্দোলনের পক্ষে উলামাদের সম্মলিত মত থাকলেও আমি সেই মত গ্রহন করি না। এখানে মূল ধারার সাথে আমার একটা পার্থক্য। যদি মূলধারার মত আন্দোলনের পক্ষেই হয়ে থাকে তবে।

কোনো আন্দোলনে যদি বিজয় হয়। দাবি আদায় হয়। উম্মাহর উপকার হয় তার পরও আন্দোলন জিনিসটার আমি পক্ষে না।


তবে তার অর্থ এই না যে কোনো দল আন্দোলন করলে আমি তার বিপক্ষে অবস্থান করবো। বা তাদেরকে বিরত করার চেষ্টা করবো। বা তাদেরকে বলবো "ভাই আন্দোলন করা জায়েজ না"।

আমি তাদের পক্ষে বলতে পারি। সমর্থনও দিতে পারি। তাদের বিজয় হলে উল্লাস প্রকাশ করতে পারি।

কিন্তু এর পরও আমি আন্দোলনের বিপক্ষে। কোনো আন্দোলনের পক্ষে চিয়ার করছি, এই অবস্থায় যদি আমার কাছে কেউ পরামশর্শ চায় "আমি কি এই আন্দোলনে যাবো?' আমি তাকে বলবো "না।"

আমি নিজে যদি কখনো কোনো আন্দোলনে যাই, তবে ফিরে এসে বলবো "উচিৎ হয় নি।"

    Comments:
  • বলবো ইনশাল্লাহ। তবে এই পোষ্টে না। এটা শুধু ইনট্রোডাকশন, একটা সিরিজ পোষ্টের আগে।

14-Sep-2018 6:00 am

14-Sep-2018 11:05 pm


শায়েখ সালমান আল-আউদা। উনার কবিতা "আসিফ ইয়া সাদিকি, সায়িকিল উজরা" - "আমি দুঃখিত বন্ধু, টেক্সি ড্রাইভার"।

নেটের আরবী গ্রুপগুলোতে এখন উনার এই কবিতাটা ভাইরাল। পুরানো কবিতা। কিন্তু এখন উনি সৌদি জেলে এবং বিচার চলছে যেহেতু তাই নতুন করে উঠে এসেছে।


এখানে এই ভার্শনে কিছু ছোট করা আছে। মূল কবিতাটা আরেকটু লম্বা। কিছু অনুবাদ করছি।
الى سائق الأجرة الذى أختلفت معه حول قيمة المشوار ومضى دون أن يأخذ أجرته ..أسف يا صديقى وأامل ان يصلك اعتذارى وأنت هناك فى المغرب البعيد

সেই টেক্সি ড্রাইভার।
যার সাথে ভাড়া নিয়ে আপত্তি জানিয়েছিলাম।
এর পর সে ভাড়া না নিয়ে চলে গিয়েছিলো।
আমি দুঃখিত বন্ধু। তোমার কাছে ক্ষমা চাই।
কিন্তু তুমি দূর পশ্চিমে।

أسف لك والدى ترحل فجأءة دون أن أودعك واظل العمر كله متأخرا عن الكمال الذى اردته لى
আমি দুঃখিত আমার পিতা।
হটাৎ যাত্রার জন্য, আপনাকে বিদায় না জানিয়ে।
জীবনের সমস্ত কিছু পেছনে ফেলে
যে পূর্নতা আপনি চেয়েছিলেন আমার জন্য তাকে ছেড়ে।

أسف لكى أمى عن أنتظار وقفتيه خلف الباب متى أعود ..وفى كل مرة أتى متأخرا عن فرحتك

আমি দুঃখিত আমার মা।
আপনি দরজার পেছনে অপেক্ষায় থাকতেন
কখন আমি ফরবো।
প্রতিবারই দেরি করে ফিরতাম,
আপনাকে আনন্দ দিয়ে।

اسف لك صغيرى ..تكبر فجأة ..وأنا البعيد عنك

দুঃখিত আমার বাচ্চা।
হটাৎ করে তুমি বড় হয়ে গিয়েছো।
আর আমি তোমার থেকে দূরে।

أسف لزوجتى التى أنتظرت كلمة جميلة ، فنامت مجهدة قبل ان تسمعها

দুঃখিত আমার স্ত্রী।
অপেক্ষায় থাকতে আমার ভালো কোনো কথার জন্য।
এর পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে শুনার আগে।

اسف للرجل الذى لوحت له معتذرا عن أغلاق الطريق عليه بسيارتى ..هاأنذا اشعر بأن تلوحية اليد لا تكفى

أسف للخطيب الذى صدقت ما نُسب اليه ، وأدركت بعدها انا الأقوال أحيانا تأتى عارية

أسف لأستاذى الذى علمنى الحرف الأول ثم كبرت دون أن أقول له شكرا

اسف لتلميذى الذى لم أقبل عذره قبل عشرين عاما فأخرته من القاعة وللاخر الذى استقبلنى بحماس ورغبة فكانت ملامحى ابرد من حضورى
للشرطى الذى رفعت صوتى عليه فى السجن
للصديق الذى لم استطع مساعدته
لقول قلته دون تمحيص.. لفعل عملته دون تركيز

أسف لشعب كان صوتى دون طموحه ,,دون تطلعاته ..أسف لتأخرى فى الأعتذار وأن اتى معتذرا ، خيرا من أن أحمل اخطائى ثقيلة فى قلبى

أسف عن ((أسف)) قلتها لا تحمل مثل التوبة ...الندم..و العزم على التصحيح..وتحمل المسئولية
مرة اخرى ..انا اسف يا صديقي سائق الأجرة

video:/img/photos_and_videos/videos/41596088_307128873438344_3669586574137360384_n_10155784342548176.mp4

14-Sep-2018 11:05 pm

14-Sep-2018 11:45 pm


ঢাকায় প্রতি মসজিদে মসজিদে তবলিগের আমির নিযুক্ত হচ্ছে যেগুলোতে আমির এতদিন ছিলো না।


কিন্তু সারা দেশের একজন আমির? অবভিয়াসলি ঠিক করে দেয়া হবে নিজামুদ্দিন থেকে। এবং নিজামুদ্দিন থেকে যাকেই ঠিক করুক, তাকেই মানতে হবে। প্রশ্ন "এতায়েত"-এর যেহেতু।

কে হবেন? পাকিস্তানপন্থিরা বাদ আগেই। বাকি যারা আছেন তাদের মাঝে সবচেয়ে একটিভ এখন কে? সবচেয়ে পাওয়ারফুল?


বাজারে গুজব : আমির নিযুক্তিতে আর বেশি দেরি নেই। নাকি অলরেডি হয়ে গিয়েছে? উনাকে না মানতে পারলে শুরা-কাউন্সিল দিয়ে এটা ব্যলেন্স করার উপায় নেই। We have burnt that bridge.


Maybe, we are yet to see the worst of it.

    Comments:
  • এর মাঝে স্বান্তনা কি জানেন? শেষে যেটা বললাম -- Maybe, we are yet to see the worst of it. মানে আমরা এখন ভালো আছি।

14-Sep-2018 11:45 pm

15-Sep-2018 9:35 pm


Uber : Enjoy 100% discount on your next 100 rides.*

|
___________

Discount for up to Tk. 10.
Offer valid until tonight.

(collected)

15-Sep-2018 9:35 pm

16-Sep-2018 6:04 am


Category 5 storm prediction turned up 1.

6 to 10 feet flood video -- was fake CGI to alert the residents.

And now this.

This post had an attachment, which is now missing

16-Sep-2018 6:04 am

16-Sep-2018 2:09 pm



"দল" আর "কাজ" - এর মাঝে পার্থক্য হলো decentralization.

রাস্তা থেকে ক্ষতিকর জিনিস সরানো এটা "কাজ"।
"দল" হবে যখন তারা সব কিছু ঢাকার সেন্ট্রাল কমান্ডের হুকুম মতো করবে।

তবলিগের কাজটা ৩০ বছর আগে অনেক সেন্ট্রালাইজড ছিলো। এখন অনেক ডিসেন্ট্রালাইজড হয়ে গিয়েছে। তাতে ভালো হয়েছে নাকি খারাপ?

দল যখন অনেক ভারি হয়ে যায় তখন ডিসেন্ট্রালাইজেশনের দরকার আছে। নয়তো স্থবিরতা দেখা যাবে। অস্থিরতা।


কম্পানি বড় হয়ে গেলে স্টার্টআপে যে সিইও থাকে সে আর চালাতে পারে না। কারন দুটোর কালচার ভিন্ন। তবলিগের লক্ষ লোকের সমাবেশে পুলিশ লাগে না। সরকারের এক এক মন্ত্রীর জন্য পুলিশের পাহারার সাইজ দেখে হাসাহাসি করতাম।

যতক্ষন না তবলিগের কাজটা এত বড় হয়ে যায়, যে কাকরাইলের মসজিদের সামনে পুলিশ পাহারা ছাড়া আর চলে না।

আমার বুঝা উচিৎ ছিলো সরকার এর থেকে অনেক বড়।


"ঐ দিন কি হবে যখন উলামা আর আরবরা তবলিগের কাজ বুঝে নিবে?"

গ্রামের হেডমাষ্টার স্কুল চালু করেছিলেন। খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে। সাকসেস। এখন স্কুল অনেক বড় হয়ে গিয়েছে। উনাকে সরিয়ে নতুন হেডমাষ্টার নিয়োগ করা হবে। আরো এডুকেটেড।

সমস্যা : উনি যেতে চাচ্ছেন না। এটা আন্ডারস্টেন্ডেব্যল। কিন্তু এর সমাধান কি?


অতি আবেগ দিয়ে মানুষ যা বলে এর অধিকাংশই পরবর্তিতে ভুল প্রমানিত হয়। কিন্তু অতি আবেগের কথাগুলোই ভাইরাল হয়। মানুষের মুখে মুখে রটে। মানুষ শুনতে চায়।

যে লোক সবসময় অতি আবেগের কথা বলতে থাকে? সে কর্পোরেট লেডারে উপরে উঠতে থাকে। সে নেতা। তার মত কথা আর কেউ বলতে পারে না।

দ্বিনের ক্ষেত্রে তাকে বলা হবে insightful. "এত উচু তবকার কথা বলেন যে সাধারন মানুষ শুনলে জেহেন বিগড়ে যাবে।"

আমি দেখি এর অর্থ : উনি দলিলের বাইরে কথা বলেন। প্লাস এর সাথে "খোদার কসম" লাগিয়ে।


যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয়।

16-Sep-2018 2:09 pm

17-Sep-2018 12:54 pm



"তারা যদি ভুল পথে থাকে তবে তাদের শিক্ষা দিতে আপনারা যাচ্ছেন না কেন?"

এটা একটা কমন উক্তি। যে কোনো দলের কিছু ভুলের কথা ব্যক্ত করলে ঐ দলের সমর্থকরা এই বানী নিয়ে আসবে।

এর উত্তর : কারন তারা নিজেদের দলের চেইন অফ কমান্ড ছাড়া আন্য কারো থেকে শিক্ষা নেয় না।


"তবে ফেসবুকে এইসব বলে লাভ কি?"

উত্তর :
নিজের অবস্থান পরিষ্কার রাখা।
সমমনাদের সাথে মত বিনিময়।
অন্য কেউ যদি এথেকে শিক্ষা নিতে চায় তবে তার সুযোগ রাখা।

    Comments:
  • ^ কার ব্যখ্যা?

17-Sep-2018 12:54 pm

17-Sep-2018 7:03 pm


There were 9 storms at the same time around the world early this week. The most deadly one wasn't the one which hit USA, Rather it hit Philippines and ransacked HK. 100 dead in Philippines. HK's video is making the rounds on the net. Cranes falling down and 20 storied high waves hitting buildings.

17-Sep-2018 7:03 pm

17-Sep-2018 9:30 pm


"কোথা থেকে পাশ করেছেন?"
"কুয়েট"
"আপনাদের সময় তো ইউনিভার্সিটি হয় নি।"
"ঠিক। বিআইটি ছিলো।"
"আপনাদের সময়ে যা ছিলো সেটা বলবেন। বাড়িয়ে বলেন কেন?"
"আচ্ছা। ঠিক আছে।"
"জন্মস্থান?"
এইবার কনফিউশনে পড়ে গেলাম।
আমার জন্ম স্বাধিনতার আগে।

17-Sep-2018 9:30 pm

17-Sep-2018 10:46 pm


"নাহনু শায়বুন লা ইয়াসতাহি" কবিতার অনুবাদ এর পর থেকে :

نحن قطاع الطرق وخونة الدار
আমরা রাস্তায় ডাকাতি করি, ঘরে চুরি।

نهدر دم المسلم ونهجم على الجار
আমরা মুসলিমদের রক্ত ঝড়াই, প্রতিবেশিদের আহত করি।

نعتمر عمائم بيضاء وسوداء وما تحتهما عار
আমরা পাগড়ি পড়ি, সাদা আর কালো। এর দুইয়ের নিচে থাকি নগ্ন।

والله نحن شعب لا يستحي
ওয়াল্লাহ! আমরা নির্লজ্জ এক জাতি।

نحن جيش القادسية وجيش القدس وجيش ام المعارك وجيش المهدي
আমরা কাদিসিয়ার যোদ্ধা, আল-কুদসের, ভুমধ্যসাগরের এবং মাহদির।

ونحن أيضًا أتباع الأعور الدجال
আমরা আরো অনুসারি কানা দাজ্জালের।

نحن خدم الحسينيات والجوامع والمساجد والكنائس والملاهي والبارات
আমরা খাদেম হুসাইনিয়াত, জুমা মসজিদ, মসজিদ, গির্জা, পার্ক আর পানশালার।
ونحن أيضًا أتباع الشيطان تحت السروال
আমরা আরো অনুসরন করি শয়তানকে কাপড়ের নিচে।

نحن شعب لا يستحي
আমরা নির্লজ্জ এক জাতি।

قاتلنا إيران مع صدام
আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছি সাদ্দামের সাথে।

وحاربنا مع إيران ضد صدام
আবার ইরানের সংগে যুদ্ধ করেছি সাদ্দামের বিরুদ্ধে।

بربكم هل رأيتم كهذا الحجم من الإنفصام
রবের কসম! এত বড় বিভক্তি কি কখনো দেখেছো?

نحن شعب لا يستحي
আমারা নির্লজ্জ এক জাতি।

مبروك…. عراقنا أكبر حديقة حيوان بشرية
সাধুবাদ - এখন আমাদের ইরাক সবচেয়ে বড় চিড়িয়াখানা মানুষের।

حكومتها إيرانية تحكم قطعانًا عراقية
যার শাসক ইরানি, শাসন করে ইরাকিদের পাল।

17-Sep-2018 10:46 pm

17-Sep-2018 11:20 pm


আরবী চর্চায় এর পর থেকে ইনশাল্লাহ বই অনুবাদ ধরবো।

কিন্তু হাদিসের কিতাব যেগুলোর অনুবাদ অন্যরা করে গিয়েছেন, সেগুলো পূনঃ অনুবাদ আমার কাছে রিডানডেন্ট মনে হয়। বরং এমন কিতাবের অনুবাদ ফলপ্রসু যেটার অনুবাদ আগে হয় নি।

কিন্তু এখানে সমস্যা হলো কোরআন শরিফ-বুখারি-মুসলিম ছাড়া আর কোনো কিতাব তর্ক মুক্ত না। তাই যে কিতাবই অনুবাদ করি না কেন -- কোনো না কোনো ছোট বড় দল আপত্তি জানাবে। এবং এতে তারা "ফিতনার" আশংকা দেখবে। সে কথা কমেন্টে এসে ব্যক্ত করবে।

বস্তুতঃ এ সমস্যার অন্য কোনো সমাধান আমি দেখি না যারা বিভিন্ন "ভ্যলিড আর দলিল ভিত্তিক" যুক্তি নিয়ে আপত্তি জানাবে তাদেরকে ব্লক করে দেয়া ছাড়া।

কারন ছোটবেলায় পড়েছিলাম, বাপ ছেলে দুজনে মিলে একটা গাধাকেও বাজারে হাটিয়ে নিয়ে বিক্রি করতে পারবে না -- কিভাবে নিতে হবে সে ব্যপারে কারো আপত্তি ছাড়া।

আল্লাহ তায়ালা সহজ করুন।
আমাদের সঠিক পথের উপর রাখুন।

    Comments:
  • ^ একটা না। প্যরালালি চার পাচটা ধরতে হবে। চর্চার জন্য। কারন একেকটায় একেক রকম আরবী, ভিন্ন রকম এক্সপেরিয়েন্স, শিক্ষা।

17-Sep-2018 11:20 pm

18-Sep-2018 12:22 am


সুফি কিতাবগুলোর প্রতি আমার একটা আকর্ষন আছে। আধুনিক যুগের গুলো না। আদী যুগের গুলোর।


এর মাঝে দুটো হলো গাজ্জালির এহইয়া উলুমুদ্দিন। অন্যটা আব্দুল কাদের জিলানীর গুনিয়াতুত তালেবিন।

এগুলোর বিভিন্ন পৃষ্ঠা আমি অনুবাদ করে দিলে যদি হতো তবে ভালোই ছিলো। কিন্তু এর পর সমস্যা বাধবে। এর সব কিছু "সহি" না।

কিন্তু ট্যকনিক্যলি স্পিকিং দুনিয়াতে একটা বা তিনটা বই ছাড়া আর কোনো বইয়ের সব কিছু "সহি" না। তবে অন্যান্য বই পড়ার উপায় কি হবে? উস্তাদ ছাড়া কেউ কোনো বই পড়তে পারবে না? যে উস্তাদ বলে দেবেন এটা সহি ওটা সহি না?

এক্সট্রিমিজমের মাঝে মধ্য পন্থার খোজে। আমাদের দেওবন্দি আলেমগন কি এই কিতাবগুলো প্রচার করতে নিষেধ করে দিয়েছেন? নেটে খুজলাম কিছু পেলাম না। প্রকাশ্যে নিষেধ যদি না থাকে তবে ব্যক্তিগত ভাবে নিষেধ যেখানে মুখে মুখে কাউকে পড়তে কেউ নিষেধ করেছেন -- সেটা আমার উপর প্রযোজ্য হবে না।


গুনিয়াতুত তালিবিনের মহররম-আশুরা ফজিলত এখানে পাবেন।

http://habibur.com/kitab/gunya/425/

কেউ আরবি পারলে পড়ে দেখতে পারেন। এগুলো যদি আমি অনুবাদ করে দেই, তবে নিশ্চিৎ চারি দিক থেকে হাজার হাজার ফতোয়া আসা আরম্ভ করবে। এ জন্য কি সেন্সর করে "পলিটিক্যলি কারেক্ট" যে অংশ আমি মনে করি সেটা শুধু দেবো? কিন্তু উনার বই আমি সেন্সর করবো কেন? উনি এই সব ব্যপারে আমাদের থেকে কম জানতেন না।

হয়তো বা কে জানে, সব পক্ষকে খুশি রাখার জন্য পলিটিক্যলি কারেক্ট চলতে চলতে আমিই অনেক শিফটেড হয়ে গিয়েছি। এখন উল্টো দিকে শিফট হবার সময়।


যা উল্লেখ করি তার অনেক কিছু আমি গ্রহন না করেও উল্লেখ করতে পারি। কোনো ব্যখ্যা ছাড়া। কিন্তু অন্যরা এগুলো পড়লে উত্তেজিত হয়ে যায়। লাফা লাফি আরম্ভ করে "এগুলো সহি না" এটা যেন আমি এক্সপ্লিসিটলি উল্লেখ করে দেই। নয়তো অন্যরা "গোমরাহ" হয়ে যাবে।

কিন্তু কোনটা সহি কোনটা সহি না সেটা বলার দায়িত্ব আলেমদের। আমার না। এবং এসব ব্যপারে উনাদের মাঝে দ্বিমত আছে। এখানে আমাকে আরেকটা মত দিতে হবে কেন?

18-Sep-2018 12:22 am

18-Sep-2018 4:29 am


For hajji reception. Me not going anywhere.

18-Sep-2018 4:29 am

18-Sep-2018 7:53 am


শামিলা থেকে ৬টা বই ডাউনলোড করলাম। এখানে
https://habibur.com/kitab/other/


হাদিসের বই তিনটা : মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইবনে শায়বা, মুসতাদরা হাকেম। ঐতিহাসিক কাহিনীর সংকলন দুটো : তারিখ বাগদাদ ও দামাস্ক। মাদারিজ আসসালিকিন ও ডাউনলোড করে রেখেছি। কিন্তু এই বইয়ের ইন্টারেস্টিং কোনো কোটেশন এখনো কোথাও আমার চোখে পড়ে নি যে কারনে পড়ার উৎসাহ জাগতে পারে।

মূলতঃ এগুলো দিয়ে আরবী চর্চা চালিয়ে যেতে হবে। প্রথম থেকে শেষ অনুবাদ করবো না। মাঝে মাঝে যে অংশ চোখে পড়ে শুধু সেটুকু।


এগুলো পড়তে থাকলে শেষ হবে না। তারিখ দামেস্ক এর সাইজই বিশাল। আর ইলমের দাম হলো আমলের জন্য। অনেক ইলম শিখেও এর দ্বারা আমলে কোনো উন্নতি না আনলে শুধু শেখার জন্য শেখায় উপকার নেই।

On the other hand, নেটে বসে শুধু meme দেখে সময় কাটালেও কোনো উপকার নেই। সময় কেটেই যাবে। যে কাজেই লাগাই।

    Comments:
  • না পরে। ৪০০-৫০০ হিজরির দিকে সম্ভবতঃ। Need to recheck.

18-Sep-2018 7:53 am

18-Sep-2018 2:32 pm


জ্বর আমরা মাপি ফারেনহাইটে। বিদেশে অনেক থার্মোমিটারে শুধু সেন্টিগ্রেটে আছে। কি করে সহজে মাপবেন সেটা :

বেসিক্যলি জ্বর ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেট থেকে ৪০ ডিগ্রির মাঝে থাকে।

এই দেশের পারদের থার্মোমিটারে ৯৮.৬ এ একটা দাগ দেয়া থাকে। এটা জ্বরের দাগ। এর উপর উঠলে জ্বর।

৯৮.৬ হলো ঠিক ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেট। সেন্টিগ্রেট থেকে ফারেনহাইটে নিতে গিয়ে দশমিক নিয়ে এসেছে।

আর জ্বর হলে সর্বোচ্চ ১০৪ ডিগ্রি পর্যন্ত উঠে। এর বাইরে এক্সেপশন।
১০৪ ডিগ্রি হলো ঠিক ৪০ ডিগ্রি ফারেনহাইট।

এর মাঝে প্রতি দুই ডিগ্রি ফারেনহাইটের জন্য ১ ডিগ্রি সেন্টিগ্রেট করে বাড়বে।

তাই/
37 C = 98.6 F
38 C = 100 F
39 C = 102 F
40 C = 104 F

Done.

    Comments:
  • FAQ : কনভার্শন ফরমুলা ব্যবহার করলেই তো হয়।
    উত্তর : ডিজিটাল-কেলকুলেটর এর বাইরে কনসেপচুয়াল-এনালগ-প্রাগমাটিকলি কি করে বুঝবেন সেটা বলা হয়েছে এখানে।
  • C = F + 40 * 5/9 - 40
    F = C + 40 * 9/5 - 40

    আরো সহজ ফরমুলা।
    কিন্তু এখানে এই বিষয়ে আলোচনা হয় নি। এর পরের স্টেইজের আলোচনা হয়েছে।

  • Therein lies the difference between how you think, and how the people I presented it to, think.

18-Sep-2018 2:32 pm

19-Sep-2018 12:24 am


জুহুদ :


অর্থ কষ্ট করা। সুফিদের এটা করতে দেখা যায়। বিভিন্ন দিক থেকে কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য। নৈকট্যের জন্য।


হয়তো আমি আল্লাহ তায়ালার নৈকট্য পাবার চেষ্টা করছি। আমার জুহুদ হবে আমলের রেগুলারিটির জন্য। বেশি আমলের জন্য না।

হটাৎ করে সারা রাত ধরে নামাজ পড়াকে জুহুদ ধরবো না। সবসময় জামাতে নামাজ পড়ি, কোনো দিন হালকা অসুস্থ, প্রচন্ড ক্লান্তি লাগছে একেবারেই ইচ্ছে করছে না জামাতে যাবার। আজকে এই সময়ে মসজিদে যাওয়া হলো জুহুদ। আমলের রেগুলারিটির জন্য।


এটা শুধু ফরজ না। নফলের ক্ষেত্রেও প্রযোজ্য। হয়তো প্রতিদিন তসবিহ পড়ি। বা রাতে নামাজ পড়ি। এর পরিমান সুযোগ মতো বাড়িয়ে দেওয়া জুহুদ না। কিন্তু যে দিন একেবারে করতে ইচ্ছে করছে না সেদিনও ইচ্ছার বিরুদ্ধে ঐ নামাজ-তসবিহ পড়া হলো জুহুদ।

আল্লাহ তায়ালা আমাকে আর সমস্ত মু'মিনদের মাফ করুন।

19-Sep-2018 12:24 am

19-Sep-2018 6:21 am


এই একটা ভিডিওতে বহু রকম শিক্ষা আছে। সাবটাইটেল সহ আরবীটা প্রথম। বেচা বিক্রির মত কমন একটা কাজের জন্য প্রয়োজনীয় ভাষা দ্বিতীয়। এই সুদানি গরিব মহিলাকে এই ভদ্রলোক অনেক টাকা দান করার পরে সে ঐ টাকার অর্ধেক তার আশে পাশের লোকদের বিলিয়ে দেয় কোনো প্রচারের ইচ্ছে ছাড়া -- এটা তৃতীয়।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • এখানে ক্লিক করলে পাবেন #HabibArabic
  • ২৫ মেগাবাইট ফ্রি। এর পর সাবসক্রিপশনে যেতে হবে। এরকম করে দেন। ফ্রি গুলোকে এড-এক্সপেন্স হিসাবে ধরবেন। অধিকাংশ কখনোই সাবসক্রিপশনে যাবে না। কিন্তু এদেরকে ধরে রাখতে পারলে মার্কেট আপনার দখলে থাকবে। মূল টাকাটা আসবে তাদের একটা সাবসেট থেকে।

19-Sep-2018 6:21 am

20-Sep-2018 6:58 pm


"আপনি কি সাদ সাহেবের কোনো বয়ান নিজের কানে শুনেছেন? না শুনে অন্যের কথায় উনাকে বাতেল বলেন কিভাবে?"


এটা বলা হয়েছিলো মুস্তাকুন্নবি সাহেবকে এবার হজ্জে।

এটা একটা কমন যুক্তি। ইমপ্লাই করে নিজের কানে না শুনলে অন্যের কথা শুনে কাউকে খারাপ বলা নিষেধ।


Truth be told. আমি নিজের চোখে বাশার আল আসাদকে কোনো খারাপ কাজ করতে দেখি নি। কোনো আমেরিকানকে কোনো মুসলিম হত্যা করতেও দেখি নি। এবং সালমান রুশদির লিখা কোনো ইসলাম বিরোধি বইও নিজে পড়ে দেখি নি।

সবই শোনা কথা। যেটা আমি আরেকজন থেকে শুনে বিশ্বাস করি।


দেখলেই বা কি?

"আপনি কি তাদের কাছে গিয়ে কখনো জিজ্ঞাসা করেছেন তারা এরকম করেছে কিনা? কেন করেছে?"

না করি নি।

"কখনো দাওয়াহ নিয়ে গিয়েছেন তাদের কাছে? বুঝানোর জন্য?"

না তাও করি নি।

"তবে ফেসবুকে তাদের গিবত করে নিজের ঈমান নষ্ট করছেন কেন?"

ভাবিয়ে তুললো।

    Comments:
  • ^ indeed.

20-Sep-2018 6:58 pm

21-Sep-2018 12:23 am



আমরা শিখেছিলাম "আলিফ বা তা থা"।

পরবর্তিতে হুজুর বললেন হবে "বে তে থে"।

বড় হয়ে জানলাম "বে তে থে" এসেছে উর্দু থেকে।
আরবীতে "বা তা থা" ঠিক।


শিখেছিলাম ওয়াও জের وِ উই।
হুজুর বললেন উচ্চারন হবে "বি"। স্পেশাল কেইস।
পরে জানলাম "বি" হয় উর্দুতে। আরবীতে উই ঠিক।


শিখেছিলাম ذ আর ظ এর উচ্চারন "দ" এর মত।
হুজুর বললেন না এগুলো "য" এর মত।

পরে জানলাম "দ" এর মতই ঠিক। "য" হয় উর্দুতে।


শিখেছিলাম كَتَبَ উচ্চারন কেতেবে।
হুজুর বললেন হবে "কাতাবা"।

ইউটুব আসার অনেকগুলোর ভিডিও চেক করলাম। আরবরা "কেতেবে" উচ্চারন করে।
https://www.youtube.com/watch?v=eLQQbxqQKL8

21-Sep-2018 12:23 am

21-Sep-2018 7:23 am


"নগরের হালিশহর থানা এলাকার বাসিন্দা। একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। লেখাপড়া করেছেন দুবাইয়ে। তাঁর স্বামী লন্ডন থেকে এমবিএ পাস করে ব্যবসা করছেন দেশে। দম্পতির সংসারে এক সন্তান।"

Well and good. এর পরের কাহিনী কমেন্টে।

    Comments:
  • http://www.kalerkantho.com/online/2nd-capital/2018/09/20/682418

21-Sep-2018 7:23 am

21-Sep-2018 3:56 pm


এবার আশুরা পড়লো শুক্রুবারে।

ছোটবেলায় শুনেছিলাম কিয়ামত হবে আশুরার দিন শুক্রুবারে। দলিল জানা নেই বা নেই। সাইদি সাহেব উনার ওয়াজেও এটা বলেছিলেন, "আজকে আশুরা কিন্তু আজকে কিয়ামত হবে না কেন? অনেক কারন তার মাঝে একটা আজকে শুক্রুবার না।"

Add with it :

  • এবার মুহাররমের প্রথম দিন আরম্ভ হয়েছে এদেশে ভুমিকম্প দিয়ে।
  • প্রথম দিন সন্ধায় ঢাকার আকাশ প্রচন্ড লাল হয়ে গিয়েছিলো। জায়গামতো মেঘ ছিলো বলে।
  • মুহাররম আরম্ভ হয়েছে পৃথিবীতে ৯ টা ঘুর্নিঝড় দিয়ে।

    কি বুঝায়? কিছুই বুঝায় না। Life goes on.

    আমার কিয়ামত হলো আমার মৃত্যু। যেটা কিয়মতের থেকে অনেক বেশি কাছে।

      Comments:
    • ^ ROFL, literally.

    21-Sep-2018 3:56 pm

  • 22-Sep-2018 1:28 am


    এখন কোনো দলের উপর আপনার আশা রাখবেন না।


    দলের একজন নেতা থাকবে। অধিকাংশ দলের নেতা খুব সহজে বিক্রি হয়ে যাবে। হয় লোভ নয়তো ভয়ে।

    আপনার অন্ধ বিশ্বাস যে "আমার নেতা আল্লাহকে ভয় করে। কখনো বিক্রি হবে না" কেবল তার বিক্রয় মূল্য বাড়াবে।


    নেতা ভুল করে। কিন্তু দলের প্রতি আনুগত্যের কারনে আপনি তার ভুলকে ভুল বলতে পারবেন না। তার সাথে আপনিও জাষ্টিফাই করতে থাকবেন "এই এই যুক্তিতে এই ভুলটাই আসলে ঠিক। বরং বাকি সবাই ভুলের মাঝে আছে"।


    দলের পরাজয় হয়। কোনো দলকে যদি আপনি আপনার ঈমানের সাথে সম্পৃক্ত করে ফেলেন, তবে মনে হবে আপনার ঈমানের পরাজয় ঘটছে। যা কিছু এত দিন বিশ্বাস করতেন সেগুলো ঠিক না।


    দলের নেতৃত্বে কোন্দল দেখা যায়। আপনাকে দলের অন্য কারো বিপক্ষে দাড়াতে বাধ্য করা হবে। আপনি চান বা না চান।

    কারন আপনি আপনার দলকে আনুগত্য দিয়ে রেখেছেন।


    কোথাও ওয়াজ হচ্ছে। বা সম্মিলিত ভাবে কিতাব পড়া হচ্ছে। বা দ্বিনি কথা হচ্ছে।

    আপনি উনার কথার মাঝে যে কোনো সময়ে সেই বৈঠকে গিয়ে বসতে পারবেন। সবাই আপনাকে স্বাগত জানাবে।

    কিন্তু আপনার চলে যেতে ইচ্ছে করলেই যেতে পারবেন না। আপনাকে বাধা দেবে। "কই যাচ্ছেন ভাই? বসেন" "এই যে ভাই উঠে বিশৃংখলা সৃষ্টি করছেন কেন?" "ভাই কথা শেষ হবার আগে কেউ না উঠি"।


    একটা মজমা বা দলে যোগ দেয়া খুব সহজ। এবং যে কোনো সময় করতে পারবেন।

    কিন্তু দল থেকে বেরিয়ে আসা কঠিন।

    আপনার যোগ দেয়াটা বুঝায় আপনার কমিটমেন্ট। একটা ওয়াদা। যে আপনি তাদের সাথে শেষ পর্যন্ত আছেন।

    চলে আসা মানে আপনার কমিটমেন্ট আপনি ভঙ্গ করেছেন।

    সুডো বিশ্বাসঘাতকতা।

    22-Sep-2018 1:28 am

    22-Sep-2018 3:04 am


    প্রতিটা তর্কের উদ্দ্যেশ্যে হয় হককে প্রতিষ্ঠিত করা।
    কিন্তু তর্ক করাকে প্রচন্ড ভাবে নিরুৎসাহিত করা হয়েছে।
    তবে হক প্রতিষ্ঠিত হবে কি করে?


    বস্তুতঃ না-হককে প্রমান করার জন্য যদি আমাকে তর্কই করতে হয় তবে ঐ না-হকটা এত বেশি খারাপ না, যতটা আমি মনে করছি। সত্যিকারে না-হক প্রমান করার জন্য তর্ক লাগে না।

    সমস্যাটা আমার মাঝে। তার মাঝে না।


    সুরা বাকার পড়ছিলাম। খৃষ্টানরা বিপথগামি হলো কেন? আল্লাহ তায়ালা বলছেন স্পষ্ট কিতাব আসার পরে তারা নিজেদের মাঝে তর্কে লিপ্ত হয়েছিলো তাই।

    হাদিস : রাসুলুল্লাহ ﷺ তর্ক করতে দেখে নিষেধ করলেন, রাগ করলেন বললেন তোমাদের আগের উম্মাহ ধ্বংশ হয়ে গিয়েছিলো এই কারনে।

    কোরআনের আর হাদিসে একই কথা রিপিট করা হলো।


    "তর্ক না করলে বাতেল জিতে যাবে না? যারা জানে না তারা মিথ্যাকে সত্য বলে মনে করবে না?"

    তর্ক না করেও সত্যকে জানিয়ে দেয়া যায়। অল্প কথায়। তর্ক করার অর্থ হলো নিজের মতকে অপ্রয়োজনে push করতে থাকা।


    "তার ভুল কথার মাঝে চুপ থাকবো?"

    কোরআন নিয়ে তর্কে মু'মিন হেরে যায়। মুনাফিক জিতে যায়। হেরে মু'মিন থাকা ভালো। জিতে মুনাফিক হবার আশংকা থেকে।

    22-Sep-2018 3:04 am

    22-Sep-2018 3:39 pm


    মোরাকাবা,


    বসে আল্লাহ তায়ালার সৃষ্টির কথা চিন্তা করা। এই ১৯০০ সাল পর্যন্ত মানুষ এই গ্যলাক্সির বাইরে কিছু আছে বলে জানতো না। এখন আমরা এই সৃষ্টির বিশালত্বের কথা জানি। জানি এই রকম গ্যলাক্সি আর কত কোটি কোটি আছে। মহাকাশের বিস্তার কতটুকু।

    এত সব জেনে বুঝে উপলব্ধি করে আল্লাহু আকবার বলা দ্বারা আল্লাহ তায়ালার নৈকট্য অনেক বেশি পাওয়া যায়।


    সৃষ্টির বৈচিত্র চিন্তা করা। বৈচিত্র মানে পার্থক্য। সব একরম না। কম্পিউটার মডেলিং করে এই দুনিয়ার মত গোলক তৈরি করতে পারবেন। কিন্তু সেটা হবে হোমোজিনিয়াস। কোনো বৈচিত্র নেই। এতে কিছু বৈচিত্র আনতেও বহু বহু পরিশ্রম করতে হবে।

    এগুলো আল্লাহ তায়ালা করেছেন। কোনো মডেল ছাড়াই। এই বৈচিত্রের কথা চিন্তা করে সুবহান্নাহ পড়া দ্বারা আল্লাহর নৈকট্য অনেক বেশি পাওয়া যায়।


    আল্লাহ তায়ালা যা কিছু দিয়েছেন সেগুলো চিন্তা করা। এটা বুঝা যায় পাশের জনের দিকে তাকালে যাকে আল্লাহ তায়ালা অন্য কিছু বেশি দিয়েছেন, একটা কিছু কম দিয়েছেন।

    আমার জন্ম থেকে এই পর্যন্ত প্রতিটা নিয়ামত। প্রতিটা বিপদে সাহায্য। এই ঈমান। উনার সম্পর্কে জ্ঞান। না জানালে কিছু জানতাম না। মৃত্যুর পরের জীবন দেখে হতবাগ হয়ে যেতাম।

    এগুলো চিন্তা করে পড়া আলহামদুলিল্লাহ।

    এই চিন্তা করা।

      Comments:
    • ^ মানে ঢুকাটা যত সহজ, বেরিয়ে আসাটা তার থেকে অনেক কঠিন। Proven.

    22-Sep-2018 3:39 pm

    22-Sep-2018 10:33 pm


    তাওয়াজ্জু / ফায়েজ :


    কাউকে দেখা দ্বারা বা তার সাথে বসা কথা বলা দ্বারা যদি অন্তর আল্লাহর দিকে ঝুকে যায়। ভয় বাড়ে।

    ক্ষমতাসিনদের দরবারে গেলেও অন্তরে প্রভাব পড়ে। বা বিখ্যাত কারো দরবারে। বা অর্থ বিত্তের মালিক। কিন্তু অন্তর তখন ঝুকে তার ক্ষমতার দিকে। তার প্রভাব শক্তির দিকে। নত হয় ব্যক্তির দিকে।

    একজন দ্বিনদ্বার। এর সাথে ক্ষমতাসিন, প্রভাবশালি, তার অনেক খ্যাতি।


    সাধারন এক মুসলিম। খেটে খায়, প্রতারিত করে না। আমার থেকে বেশি কষ্টে, কিন্তু আল্লাহর উপর সন্তুষ্টি আমার থেকে বেশি। আমার থেকে বেশি আপদে, কিন্তু আমার থেকে বেশি হাসি মুখে।

    তার কাছে গেলে আল্লাহর কথা স্বরন হয়। কি করা সম্ভব ছিলো, কি করা উচিৎ ছিলো আর কি করলাম।


    আল্লাহর ভয়ে ভিত কোনো ব্যক্তি। মুখে "হায় হায়" নেই। কিন্তু চোখের দিকে তাকালে বুঝা যায় আল্লাহর ভয়ে ভীত। সে আল্লাহর অনেক কাছে।

    কেন যেন তার কাছ থেকে ফিরে আসলে নিজের নামাজে হটাৎ করেই কান্না আসে।

    এটা তাওয়াজ্জুহ। সে আমাকে কিছু বলে নি।

    22-Sep-2018 10:33 pm

    23-Sep-2018 1:38 am


    আজকের খবর সরকারি গেজেট। সরকারি ভাবে তবলিগ জামাতকে দুই ভাগে বিভক্ত ঘোষনা করা হলো। দুটোই কাজ করবে। একই মসজিদ মারকাজে। ভিন্ন ভিন্ন দিনে। কোনো দল অন্য দলকে বাধা দিতে পারবে না।

    এই বছর ইজতেমা দুটো হতে যাচ্ছে সম্ভবতঃ। ভিন্ন দিনে ভিন্ন নেতৃত্বে। কয়েক মাস সময়।

    সরকারি হুকুম তবলিগওয়ালারা মানবে না, যদি তাদের পছন্দ না হয়। দ্বন্ধ বাড়বে। সমান্তরালে দুটো কয়দিন চলবে সেটা প্রশ্ন।

    এটা পরাজয়ের সময়। দু পক্ষের মাঝে "হক দলের বিজয় হবে" ধরে বসে থাকলে ভুল করবেন।

      Comments:
    • waiting. সময় সম্ভবতঃ এখনই, বা পার হয়ে যাচ্ছে। ইজতেমার ৪ মাস আগে হয় যেহেতু।
    • বাহাসে সমস্যা দেখি না। আমি ধরে নেই আলেমরা জানেন কি করতে হবে, কি করতে হবে না।
      বাহাসের বদলে লাঠি নিয়ে এসে ফয়সালা করার চেষ্টা করলে বরং সমস্যা।

    23-Sep-2018 1:38 am

    24-Sep-2018 4:42 pm


    উসুলে হাশতগানা : ইদানিং নামটা বার বার আসছে।

    এটা কি খোজ লাগালাম। দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রাহি: যে মূলনিতিগুলো বলে গিয়েছিলেন।

    আমি যতটুকু বুঝেছি।

    ১. মাদরাসার জন্য চাঁদা আদায়।

    ২. ছাত্রদের খানা চালু রাখা।

    ৩. নিজের মত প্রতিষ্ঠায় একগুয়েমী না করা।

    ৪. সকল শিক্ষককে সমমনা হওয়া।

    ৫. পাঠ্যসূচীর পাঠ সমাপ্ত করা।

    ৬. স্থায়ী আয় ব্যতিত চলা।

    ৭. সরকার সংশ্লিষ্টতা থেকে দূরে থাকা।

    ৮. খ্যাতি জন্য যারা চাদা দেয় না, শুধুমাত্র তাদের চাদা গ্রহন।

    24-Sep-2018 4:42 pm

    24-Sep-2018 10:09 pm


    ইলম :


    দ্বিনী ইলমের প্রথম হলো মাসলা মাসায়েল। এগুলো কোনো কিতাব ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে জেনে নিতে হবে। কাউকে জিজ্ঞাসা করে জেনে নেবার বদলে।

    দ্বিতীয় ধাপ হলো কোরআন শিক্ষা। অর্থ বুঝে অল্প অল্প করে মুখস্ত করে যেতে হবে সামনের দিকে।

    তৃতীয় ধাপে হলো জীবনী। রাসুলুল্লাহ ﷺ এবং সাহাব কিরামদের কথা শিক্ষা কাজ এগুলো জানা।


    এর পর হাই লেভেলের এডুকেশন। অধিকাংশ লাগে মানুষের সাথে তর্ক করার জন্য। বা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। এগুলোতে কোনো উপকার নেই। যদি দেখি তফসিরের বই ঘাটছি পক্ষে বা বিপক্ষে যুক্তি বের করে ফেসবুকে প্রমান দেখানোর জন্য, তবে বুঝতে হবে আমি এই ক্লাসে পড়ে গিয়েছি। যদিও এটাকে সোয়াবের মনে করছি।


    উপকারি ইলমের একটা বড় অংশ হলো দোয়া শিক্ষা করা। কারন অনেক দোয়া আছে যেগুলো স্বল্প পরিচিত বা অপ্রচলিত কিন্তু অনেক সোয়াবের। জীবনকে পাল্টে দেবার মত। বিপদে সাহায্য পাবার উসিলা।

    দোয়ার কিছু এসেছে কোরআন থেকে মু'মিনদেরকে আল্লাহ তায়ালার শিখিয়ে দেয়া। বা আগের যুগের নবীদের দোয়া।

    কিছু হাদিস থেকে। রাসুলুল্লাহ ﷺ এর দোয়া। বা উনার সাহাবাদের দোয়া।

    কিছু এসেছে পরবর্তি যুগের মু'মিনদের থেকে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথায় আল্লাহ কাছে সাহায্য চেয়ে এসেছেন। এবং পেয়েছেন।

    সবগুলোতে মানুষের উপকার আছে। এমন কি আমি নিজে বানিয়ে যে দোয়া করি সেগুলোতেও।

      Comments:
    • ^ কোরআনের তফসির বুঝার জন্য দরকার আছে। তফসিরকে অনেকে "অর্থ" বলে। আমি শাব্দিক অর্থ বুঝিয়েছি।

    24-Sep-2018 10:09 pm

    24-Sep-2018 11:46 pm


    আরবী শিক্ষার ধাপ সমুহ :


    প্রথমে কোরআনিক আরবী শিখতে হবে, কোরআন শরিফ আস্তে আস্তে মুখস্ত করতে করতে।

    দ্বিতীয় ধাপে হাদিসের আরবী শিখতে হবে হাদিস সমুহ পড়তে পড়তে।

    তৃতীয় ধাপে MSA, মানে শুদ্ধ আরবী। যেটা দিয়ে বিভিন্ন বই পুস্তক, খবর এবং খুতবা, বক্তব্য দেয়া হয়। সেটা শিখতে হবে।

    চতুর্থ ধাপে কথ্য আরবী। যেটা আরবরা রাস্তা ঘাটে এবং নিজেদের মাঝে বলে।


    কোনোটাই ১০০% শেষ হবে না। তাই একটা নিয়ে পড়ে থাকা অনুচিৎ। কোনোটা ৫০% হয়েছে বুঝতে পারলেই পরবর্তি ধাপে চলে যেতে পারেন।

    মুখস্ত করবেন কেন? কারন প্রথম দিকে যা পড়বেন সেটা মুখস্ত হয়ে যাবে। অনেকবার করে পড়তে হবে বলে। এখন "সাবাহুল খাইর। কাইফা হালুকা" এসব মুখস্ত করতে পারেন। বা কোরআন শরিফ মুখস্ত করেন। পরেরটা ভালো।

    গ্রামার? কোরআন শরিফ শেখার সময়ই শিখে নিতে হবে। কিন্তু খুব deeply না। যতটুকু লাগে, যতটুকু খুব প্রয়োজনীয় মনে হয় ততটুকু। সময়ের সাথে সাথে বাকি অনেক কিছু শেখা হয়ে যাবে ইনশাল্লাহ।

    তাই একটা ব্যলেন্স রেখে চলতে হবে।

    24-Sep-2018 11:46 pm

    25-Sep-2018 8:40 am


    মাসলা কি করে শিখবেন :


    মাসলার যে কোনো একটা বই নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে। হানাফি মাজহাবে এর জন্য আছে "বেহেস্তি জেওর"। আরেকটু এডভান্স লেভেলের জন্য আছে "ফতোয়ায়ে আলমগিরি"। আধুনিক বিষয়গুলোর জন্য বিভিন্ন মুফতিদের লিখা ফতোয়ার কালেকশন বই। এবং অনলাইন জেনারেশনের জন্য ওয়েবে সার্চ।


    নিজে কিতাব না পড়ে বার বার অন্যকে জিজ্ঞাসা করে জেনে নেয়ার অভ্যাস খারাপ। যেটা অনেকেই করে।

    প্রথমতঃ যাকে জিজ্ঞাসা করা হয় তার জন্য এটা বিরক্তিকর।

    দ্বিতীয়তঃ যে জিজ্ঞাসা করে সে তার নিজের পছন্দমতো ফতোয়া নেয়ার জন্য push করতে থাকে "এটাই তো হবে" "অন্যটা কেন হবে?" "হওয়া উচিৎ, তাই না?"

    তৃতীয়তঃ এর অধিকাংশ যাকে জিজ্ঞাসা করা হয় সেও জানে না। তার পরও তার সাথে এই সব বিষয় গুলো নিয়ে গল্প জুড়ে দেয়া হয় যার ফলাফলে ভালো কিছু আসে না।


    একারনে যে মাসলা জানে সেও মাসলা মাসায়েল নিয়ে আলোচনা করতে চায় না। এসব আলোচনা দ্রুত তর্কের দিকে চলে যায়।

    আরেকজনের সাথে আলোচনা না করে, নিজে কিতাব পড়ে জেনে নিন। সঠিকটা জানতে পারবেন।

      Comments:
    • ^ খুজলে পাবেন। নেটে বা লাইব্রেরিতে বা মোবাইল এপসে।
      প্রথমে অনলাইনে যা পান সেগুলো দিয়ে আরম্ভ করেন। নিজে বুঝতে পারবেন এর পর আপনার কি লাগবে। "এর পর কি লাগবে" সেটা একেকজনের জন্য একেকরকম। কমন কিছু নেই।

    25-Sep-2018 8:40 am

    25-Sep-2018 7:19 pm


    Article on : how to build your ML computer.

    Also if you want to buy a laptop for ML, look for Nvidia "Optimus" technology. These laptops have two graphics cards. One, the Intel's HD card for general use. And the other, Nvidia card for your ML load.

    https://medium.com/the-mission/why-building-your-own-deep-learning-computer-is-10x-cheaper-than-aws-b1c91b55ce8c

      Comments:
    • ^ Possible. Look for good programmer.

    25-Sep-2018 7:19 pm

    25-Sep-2018 8:58 pm


    রাসুলুল্লাহ ﷺ এর প্রতি মহব্বত :


    কম বেশি সবার মাঝেই আছে। তবে যেটার কথা আলোচনা করছি সেটার নিদর্শন হলো মহব্বতকারীর উপর অনবরত আপদ বিপদ আসতে থাকা।

    এত বশি যে ত্রাহি অবস্থা। গায়ের কাপড় জির্ন। কেনার পয়সা নেই। কপাল কুচকে, বিপদে সমাধান নেই।


    বিপদ সবার উপরই আসে। কিন্তু এই মুসিবত তার উপর চলতে থাকবে শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত। যতক্ষন না সে আল্লাহর সাথে সাক্ষাত করে। যদিও অন্যদের মুসিবত দীর্ঘস্থায়ী হয় না। জীবনের সব পর্বে থাকে না।


    সে এর উপর সবর করবে। যতটুকু সে সবর করতে পারবে ততটুকু মুসিবত আল্লাহ তায়ালা তার উপর দেবেন। তার অন্তর পুড়ে আলোকিত হবে, কিন্তু মুসিবত তাকে ধ্বংশ করবে না।

    মৃত্যুর পরে ইনশাল্লাহ সে তার সাথে থাকবে যাকে সে মহব্বত করতো।

      Comments:
    • এই স্টেটাসে ভালো মন্দ কোনো কমেন্ট নিচ্ছি না।
    • You can contact my office. Send them a mail or talk to marketting. Don't go through me, as that will delay the process. Check tigerit.com.

    25-Sep-2018 8:58 pm

    26-Sep-2018 1:07 am


    দেশপ্রেম


    আজকে ট্রাম্পের ইউএনে ভাষন : "We reject globalism and we embrace patriotism" -- আমরা globalization কে প্রত্যাখ্যান করছি। বদলে দেশপ্রেমকে গ্রহন করছি।


    চীনের উইঘুরের মুসলিমদের আরো দেশপ্রমিক করার কাজ চলছে আজকে বহু মাস ধরে। ক্যম্পে ধরে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে জাতীয় সংগিত গাওয়ানো এর প্রথম ধাপ।

    একটা দেশে থাকতে হলে ঐ দেশের সাথে একাত্ব হতে হবে তো নাকি? আমরা না হয় পাকিস্তান পাঠিয়ে দিতে পারি, চীন পাঠাবে কোথায়?


    ভারতের মুসলিমরা কেন যেন তাদের জাতীয় সংগিত "বন্দে মা তরম" গাইতে চায় না। নেটে প্রচুর ভিডিও পাবেন যেখানে কোনো হুজুরের দাড়ি ধরে টেনে ভারতীয়রা পিটাচ্ছে তাকে দিয়ে জাতীয় সংগিত গাওয়ানোর জন্য।

    তাদের মাঝে দেশ প্রেম কম।


    শেষে বাংলাদেশের কওমি অঙ্গনে দেশপ্রেম কিছু কম ছিলো। তবে তারা লাইনে আসছে। পিটানোর দরকার নেই।

    খবর :
    চুয়াডাঙ্গা জেলার দেড় শতাধিক কওমি মাদরাসায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা করা হবে। উস্তাদরা জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে সম্মতি দেন। উপস্থিত ছিলেন মুফতি রুহুল আমিন, মাওলানা জুনাইদ হাবিব, মাওলানা মোস্তফা কামাল কাসেমী সহ জেলার কওমি মাদরাসার শিক্ষকগণ।

    দেশ এগিয়ে যাচ্ছে। মাদ্রাসাও পিছিয়ে নেই।

    26-Sep-2018 1:07 am

    26-Sep-2018 2:11 pm


    তিনটা ব্যবসা যার মাঝে কোনো লস নেই।
    তিলওয়াত, নামাজ, দান।

    26-Sep-2018 2:11 pm

    26-Sep-2018 10:01 pm


    খবর : সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, "পাইলট টেকনিক্যাল কারণে জরুরি অবতরণের প্রয়োজন অনুভব করেন। ফ্লাইটের সব যাত্রী, কেবিন ক্রু ও পাইলট নিরাপদে এয়ারক্রাফট থেকে বের হয়ে আসেন। যাত্রী ও ক্রুসহ বিমানের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।"

    এখানে "পাইলট অনুভব করেন" -- মানে পাইলট মহোদয়ের অনুভুতি। তেমন কিছু না।
    প্লাস, "বিমানের কোনো ক্ষতি হয় নি"।

    এর পর ছবি দেখলাম,

  • প্লেনের সামনের চাকা নামছিলো না।
  • প্লেন সামনের চাকা না নামিয়ে বেলি ল্যন্ড করে।
  • ঘষা খেয়ে প্লেনের ইঞ্জিন-বডি শেষ।

      Comments:
    • ^ indeed. but news suppression in effect.

    26-Sep-2018 10:01 pm

  • 27-Sep-2018 3:31 am


    প্রান কম্পানির উপর ইনভেষ্টিগেশন এক টিভি চ্যনেলের। একেবারে মুখোশ উন্মোচন করে দিয়েছে।

    এবং

    এটা দেখার পর ডিসিশন নিয়েছি প্রান কোম্পানির কোয়ালিটি বেশ ভালো। প্রানের খাবারই কিনতে হবে।

    কেন? কারন ইনভেস্টিগেশনে বড় কিছু বের না করতে পেরে হাবি-জাবি দিয়ে ইমোশন স্টাইয়ার আপ করার চেষ্টা করছে। দুপক্ষের দ্বিমতের মাঝে প্রানের উপর দোষ চাপানো। এই ধরনের অনেক কিছু। আমি পয়েন্ট টু পয়েন্ট এনালাইসিস দিলাম না। যে বুঝবে না সে এর পরও বুঝবে না যেহেতু।

    এবং এর থেকে ভালো খাবার কোন কম্পানির? বাকিগুলোর অবস্থা আরো অনেক খারাপ।

    "কিন্তু প্রান তো আহমদিদের।"

    এটা ভিন্ন প্রসংগ। যার সাথে কোয়ালিটির আলোচনা আসে না। তখন দেখতে হবে আমরা অমুসলিম কম্পানির কিছু কিনি কিনা বা খাই কিনা।

    অহরহ খাচ্ছি। আমদানিকৃত ফুডস। তো এখানে সমস্যা কি?

    https://www.youtube.com/watch?v=R3EKqOCtuN4&feature=share

    27-Sep-2018 3:31 am

    27-Sep-2018 3:56 am


    মানসিক রোগি :

    ঢাকায় কিছু দিন আগে যে মাদ্রাসা ছাত্রি আত্মহত্যা করেছে -- কিছু না সে মানসিক রোগী ছিলো।

    আর রাস্তায় গাড়ি থামিয়ে এমপির মেয়ে ট্রাফিক পুলিশকে কয় টাকার ... প্রশ্ন করছে? আজকের খবর : সেও মানসিক রোগি।

    সাইড নিউজ। সৌদি ফেরত মহিলাদের ১০% পাগল হয়ে গিয়েছে। তাদের জন্য আলাদা মানসিক রোগের হাসপাতাল খোলা হয়েছে।

      Comments:
    • ^ "মানসিক রোগের" দাবি করাটা একটা কভার আপ।

    27-Sep-2018 3:56 am

    27-Sep-2018 3:16 pm



    US-Bangla air এর প্লেনটা ছিলো Boeing 737.

    এই মডেলের প্লেন সংখ্যায় সবচেয়ে বেশি। আবার এক্সিডেন্টও হয় সবচেয়ে বেশি।


    চিন্তা করছি সামনে হিরোইজম দেখানোর জন্য US-Bangla প্লেনে চড়তে হপে। "কাপুরুষ মরে বার বার... হিরো মরে একবার।"

    27-Sep-2018 3:16 pm

    27-Sep-2018 3:24 pm


    Drone ships are here.

    What might be the benefits? As it doesn't need to host humans, it can be smaller in size, travel longer distance, operate at lower cost, carry more payload and operate on riskier missions.

    This post had an attachment, which is now missing

    27-Sep-2018 3:24 pm

    27-Sep-2018 4:36 pm


    বেসিক জিনিস হলো কারো সম্মান রক্ষার নামে যেন আমরা এত এগ্রাসিভ হয়ে না যাই যে অন্য মুসলিমদের কাফের ডাকা আরম্ভ করি।

    এতে কারো সম্মান রক্ষা হয় না। বরং মুসলিম কতল করা হয়।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    27-Sep-2018 4:36 pm

    27-Sep-2018 5:25 pm


    মাসতুরাতের জামাআত প্রসঙ্গে দেওবন্দের আলেমদের অবস্থান।

    (collected)
    প্রশ্ন : সম্মানিত মুফতি সাহেব, আমাকে একটি কথা বুঝিয়ে দিন যে, নারীদের জন্য ৩ দিনের জন্য, ৪০ দিনের জন্য বা ১০ দিনের জন্য নিজের মাহরামের সাথে জামাতে যাওয়া কেমন? শরিয়ত কি ইহার অনুমতি দিয়েছে? পবিত্র হাদীস এবং সাহাবায়ে কেরাম রাঃগনের আমল দ্বারা প্রমাণিত কি? বিস্তারিত জানালে ভাল হয়!

    উত্তর :

    নারীদের দাওয়াত ও তাবলীগের কাজ করা সম্পর্কে দারুল উলুম দেওবন্দ ও মাজাহিরুল উলুম সাহারানপুরের সর্বসম্মতিক্রমে, সম্মিলিত ফতওয়া নিচে দেয়া হল৷

    নারীদের দাওয়াত ও তাবলীগের সফর করা সম্পর্কে হযরত মাওলানা মুফতি সায়্যিদ মাহাদী হাসান দাঃ বাঃ (সদর মুফতি, দারুল উলুম দেওবন্দ) এর ফতওয়া, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ দাঃ বাঃ (মুফতিয়ে আজম, মাজাহিরুল উলুম সাহরানপুর) ও হযরত মাওলানা আব্দুল লতিফ দাঃ বাঃ (নাযিমে আ’লা, মাজাহিরুল উলুম সাহরানপুর) এর পরিপুর্ন সমর্থন ও সত্যায়ন৷

    প্রশ্ন : উলামায়ে দ্বীন এবং শরীয়তের যোগ্য মুফতি সাহেবগণ, নারীদের মাহরামের সাথে দাওয়াত ও তাবলীগের সফর করার ব্যাপারে কি বলেন?

    নিবেদক : হাফেজ আব্দুর রহিম, কোঠেওয়ালী মসজিদ, সদর বাজার, দিল্লি৷
    তারিখ : ১৭/০২/১৩৭১ হিঃ

    উত্তর : بسم اللہ الرحمن الرحیم

    রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাঃ এবং তাবেঈন রহঃগনের জামানায় নারীরা তবলিগের জন্য সফর করতেন না, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাঃ নারীদেরকে তাবলীগের জন্য কোথাও সফর করার নির্দেশ দেননি, এবং নিজেরাও নারীদেরকে তাবলিগের জন্য সফরে পাঠাননি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাঃগনের এই আমল থেকে প্রমাণিত হয় যে, নারীদের দাওয়াত ও তাবলীগের জন্য সফর করা জায়েয নেই৷

    খইরুল কুরুনে যখন নারীদের কোন মাসআলা-মাসাইল জানার প্রয়োজন হতো, তখন তারা রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিতা স্ত্রীগণ ও সাহাবায়ে কিরাম রাঃগনের স্ত্রীদের থেকে জেনে নিতেন, ওই জামানায় তাবলীগ শুধু পুরুষদের জন্য নির্দিষ্ট-নির্ধারিত ছিল, নারীরা পর্দার সাথে শরীয়তের আহকাম সমূহ জেনে, দ্বীনী বিষয় সমূহ শিক্ষা করতো, পুরুষদের কাজ ছিল, নিজে দ্বীনী বিষয়ে যতটুকু জ্ঞানী, তা স্ত্রীগণকে জানাতেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাঃগণ তাবলীগের জন্য সফর করতেন, জিহাদে যেতেন, কিন্ত ব্যাপকভাবে নারীদেরকে নিজেদের সাথে সফরে নিয়ে যেতেন না, খইরুল কুরুনেই যদি এই অবস্থা! তাহলে এই ক্ষতিকর ও ফিতনার যামানায় তাবলিগের জন্য সফর করা, যদিও তা মাহরামের সাথেই হোকনা কেন? কি ভাবে যায়েজ হতে পারে? এ ধারনা মনে আনা যে, তাহলে নারীদের জন্য তাবলিগ কিভাবে করতে হবে? এই ভিত্তিতে তাদের জন্য তাবলিগ শুদ্ধ নয় যে, তাদের পুরুষেরা তাদের তাবলিগ করবে, তাদেরকে দ্বীনের আহকাম সমূহ শিক্ষা দিবে, এবং পুরুষ নিজে দ্বীনি বিষয় সমূহ যারা জানেন তাদের থেকে শিখবে, এবং নিজে শিক্ষা করা ও অন্যকে শিক্ষা দেয়ার জন্য সফর করবে, অন্যথায় নারীদের তাবলিগের জন্য ব্যাপকভাবে সফর করা, ফেতনার দরওয়াজা সমূহ খুলে দেয়ার মতো, যা বর্তমানে দুনিয়াব্যাপি সুদৃষ্টি সম্পন্ন ব্যাক্তিরা প্রত্যক্ষ্য দেখতে পারছেন৷

    و اللہ تعالی اعلم

    মুফতি সায়্যিদ মাহাদী হাসান রহঃ, সদর মুফতি দারুল উলুম দেওবন্দ৷
    তারিখ : ২৫/০২/১৩৭১ হিঃ

    উপরক্ত ফতওয়া সঠিক : পরিপুর্ন সমর্থন ও সত্যায়নে : হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ দাঃ বাঃ (মুফতিয়ে আজম, মাজাহিরুল উলুম সাহরানপুর), ও হযরত মাওলানা আব্দুল লতিফ দাঃ বাঃ (নাযিমে আ’লা, মাজাহিরুল উলুম সাহরানপুর)

    নোট : উপরোক্ত দুই হযরাতের সমর্থন ও সত্যায়ন, মাজাহিরুল উলুম সাহারানপুর এর দারুল ইফতায় সংরক্ষিত!

    —মুফতি হাবিবুর রহমান দাঃ বাঃ,
    তারিখ : ২৩/০৩/১৪৩২ হিঃ

    ফতওয়াটি যেভাবে নকল করা হয়েছে তা সম্পুর্ন সঠিক, সত্যায়নে : মুফতি জয়নুল ইসলাম কাসেমী দাঃ বাঃ, নায়েবে মুফতি, দারুল উলুম দেওবন্দ৷
    তারিখ : ২৮/১১/৩২ হিঃ

    নারীদের তাবলিগে যাওয়ার উপর, হযরত মাওলানা মুফতী সায়্যিদ আব্দুর রহিম লাজপুরী (মুফতিয়ে আযম, গুজরাট) এর আরেকটি ফতোয়া!

    প্রশ্ন : আমি কি আমার স্ত্রীকে নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজে যেতে পারব? নারীদেরকে দাওয়াত ও তাবলীগে নিয়ে যাওয়া উচিত কিনা? এ ব্যাপারে উলামায়ে দ্বীন কি বলেন?

    উত্তর : حامدا و مصليا و مسلما, নারীদেরকে জামায়াতে নিয়ে যাওয়া দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য এবং পছন্দনীয় নয়, এবং و اثمهما اكبر من نفعهما (সুরা বাকারা, আয়াত ২১৯) এর মতো, আর নারীরা অনেক ক্ষেত্রে বেপরোয়া হয়ে থাকে৷ فقط

    و الله تعالي اعلم بالصواب

    ※ ফতওয়ায়ে রহিমিয়া : ১৩৬/২-১৩৭, বাবুদ দাওয়াতি ওয়াত তাবলিগ৷
    ※ ফতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ : ২০৮/১৬-২০১০

    و اللہ تعالی اعلم

    دار الافتاء، دار العلوم دیوبند

    সুত্র : ফতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ

    মারকাযুল ফিকরিল ইসলামী (ইসলামিক রিসার্চ সেন্টার) বাংলাদেশ বসুন্ধরা ঢাকার প্রতিষ্ঠাতা মহাপরিচালক, মুফতিয়ে আজম বাংলাদেশ, ফকিহুল মিল্লাত হযরতওয়ালা শাহ মুফতি আব্দুর রহমান রহঃ এর ঐতিহাসিক ফতওয়!

    প্রশ্ন : আমাদের দেশে প্রচলিত তাবলীগে মাসতুরাতের জামায়াত শরীয়তের আলোকে বৈধ কিনা?…………

    উত্তর : আল্লাহপাক তাবলীগের মূল দায়িত্ব পুরুষের ওপর দিয়েছেন, মহিলাদের ওপর রাখেননি৷ এ কারণে কোনো মহিলাকে নবী-রাসূল বানানো হয়নি৷ এমনকি কোনো মহিলাকে ইমাম বানানো পর্যন্ত শরীয়ত সমর্থন করেনা৷ তাই মহিলাদেরকে তাবলীগের নাম দিয়ে ঘরের বাইরে ছেড়ে দেওয়া শরীয়ত সম্মত হবে না৷ নিজ ঘরে মহিলাদের তা’লিম করাই মহিলাদের জন্য দাওয়াতের কাজ৷ ঘরের বাইরে গিয়ে তা’লিম করাকেও শরীয়ত সমর্থন করেনা বিধায় তা বর্জনীয়৷

    সুত্র : রদ্দুল মুহতার : ১/৫৬৬, আহসানুস ফতওয়া : ৮/৫৫৷

    ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ২/৪৪১-৪৪২

    প্রশ্ন : বর্তমানের প্রচলিত মাসতুরাত জামাত শরীয়ত সম্মত কিনা? এবং আমাদের গ্রামের কিছু তাবলীগি ভাই আমাদের তাশকিল করে আমরা আমাদের স্ত্রী মা-বোনদেরকে নিয়ে মাসতুরাতে বের হওয়ার জন্য৷ শরীয়তে এর অনুমতি আছে কিনা?

    উত্তর : প্রত্যেক নর-নারীর সামর্থ্যানুযায়ী আমর বিল মা’রূফ ও নাহি আনিল মুনকার তথা সৎকাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা শর্তসাপেক্ষে ফরয হলেও প্রচলিত পদ্ধতিতে দাওয়াত ও তবলীগ প্রত্যেকের উপর ফরজ নয়৷ বরং যেকোনো একটি জামাত যে কোন পদ্ধতিতে উক্ত কাজ আঞ্জাম দিলে সবাই দায়মুক্ত হয়ে যাবে৷ তাই এ কাজের জন্য মহিলারা এলাকার বাইরে গিয়ে প্রচলিত পদ্ধতিতে দাওয়াতের কাজ করার প্রয়োজন নেই৷ যে হতো মহিলাদের ঘর থেকে বের হওয়াই ফিতনা, তাই শরীয়ত মহিলাদেরকে বিনা প্রয়োজনে, এমনকি দ্বীনি মুস্তাহাব কাজের জন্যও বের হওয়ার অনুমতি দেয়নি৷ এ কারণে মহিলাদের দাওয়াতের কাজের জন্যও বের হওয়া শরীয়ত সম্মত হবে না৷ মহিলাদেরকে দ্বীনি কথাবার্তা বলতে হলে মাহরাম পুরুষ বা স্থানীয় আলেমগন পর্দার আড়াল থেকে তাদের প্রয়োজনীয় নসিহত করবেন৷

    সুত্র : সুরা আহযাব, আয়াত : ৩৩, আহকামুল কুরআন : ৩/৪৭১, তিরমিজি : ৩/৩১০, বাদাইয়ুস সানায়ী’ : ১/৬৬৮, রদ্দুল মুহতার : ১/৫৬৬, আহসানুল ফতওয়া : ৮/৬১

    ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ২/৪৪২-৪৪৪

      Comments:
    • ^ spies were valuable from time unknown for a reason. hackers are more like modern day spies. if you can run a warship from home, you most obviously can also spy from home.

    27-Sep-2018 5:25 pm

    28-Sep-2018 1:40 pm


    একটা জিনিস পরিষকার রাখার প্রয়োজনীয়তা অনুভব করছি।

    যেই মত বলে : রাসুলুল্লাহ ﷺ সহ সমস্ত নবি রসুল সমস্ত গুনাহ এমন কি সগিরা গুনাহ থেকে পরিপূর্ন নিষ্পাপ ছিলেন আমি সেই মত অনুসরন করি।

    দলিল দুই পক্ষেরই থাকতে পারে। ভিন্ন পক্ষ অনেক প্রশ্ন আনতে পারে।

    এর পরও আমি ঐ পক্ষে।

    28-Sep-2018 1:40 pm

    28-Sep-2018 2:23 pm


    মুসতাদরাক হাকেম এর হাদিস। اعْمَلُوا مَا شِئْتُمْ فَإِنِّي قَدْ غَفَرْتُ لَكُمْ
    এটা হলো ক্ষমা। এর পর যা ইচ্ছে করুক, তার গুনাহ হয় না।

    قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَتَبَ حَاطِبُ بْنُ أَبِي بَلْتَعَةَ إِلَى أَهْلِ مَكَّةَ فَأَطْلَعَ اللَّهُ تَعَالَى عَلَيْهِ نَبِيَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ عَلِيًّا وَالزُّبَيْرَ فِي أَثَرِ الْكِتَابِ فَأَدْرَكَا امْرَأَةً عَلَى بَعِيرٍ فَاسْتَخْرَجَاهُ مِنْ قَرْنٍ مِنْ قُرُونِهَا، فَأَتَيَا بِهِ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُرِئَ عَلَيْهِ فَأَرْسَلَ إِلَى حَاطِبٍ فَقَالَ: «يَا حَاطِبُ، إِنَّكَ كَتَبْتُ هَذَا الْكِتَابَ؟» قَالَ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَمَا حَمَلَكَ عَلَى ذَلِكَ؟ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي وَاللَّهِ لَنَاصِحٌ لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنِّي كُنْتُ غَرِيبًا فِي أَهْلِ مَكَّةَ وَكَانَ أَهْلِي بَيْنَ ظَهْرَانَيْهِمْ فَخَشِيتُ عَلَيْهِمْ، فَكَتَبْتُ كِتَابًا لَا يَضُرُّ اللَّهَ وَرَسُولَهُ شَيْئًا، وَعَسَى أَنْ يَكُونَ فِيهِ مَنْفَعَةٌ لِأَهْلِي قَالَ عُمَرُ: فَاخْتَرَطْتُ سَيْفِي وَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَمْكِنِّي مِنْهُ فَإِنَّهُ قَدْ كَفَرَ، فَأَضْرِبْ عُنُقَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَا ابْنَ الْخَطَّابِ، وَمَا يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ قَدِ اطَّلَعَ عَلَى أَهْلِ هَذِهِ الْعِصَابَةِ مِنْ أَهْلِ بَدْرٍ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ فَإِنِّي قَدْ غَفَرْتُ لَكُمْ

      Comments:
    • ^ দ্বন্ধে মানুষ পক্ষ নিতে পছন্দ করে। যে কারনে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থন করে। যদিও সেখানেও ব্যক্তিগত ভাবে কারো কোনো লাভ নেই।

    28-Sep-2018 2:23 pm

    28-Sep-2018 8:48 pm


    Another Boeing 737 crashes. This one might be due to pilot error though.
    This post had an attachment, which is now missing

    28-Sep-2018 8:48 pm

    29-Sep-2018 12:29 am


    News in the morning :
    "Hacker says he will delete Mark Zuckerberg’s Facebook page in live broadcast this Sunday"

    https://www.gearbrain.com/zuckerberg-facebook-hack-2608557839.html

    Zuckerberg's status 8 hours later :
    "...I want to update you on an important security issue we've identified"

    https://www.facebook.com/zuck/posts/10105274505136221

    29-Sep-2018 12:29 am

    29-Sep-2018 12:54 am


    Indonesia has been hit by a 7.7 earthquake today.

    The resulting tsunami caught on camera.

    This post had an attachment, which is now missing
      Comments:
    • And so has happened to everyone else. many of the people who never had to login into their account after the first time, probably have forgotten their password. I wonder how many of those will lose their account.

    29-Sep-2018 12:54 am

    29-Sep-2018 1:51 pm


    Not that I have much time to go through all of these. But for those that do, here's a newly released 12 lecture series on ML for coders. And unlike other materials, it's code first, then learn the math.

    http://www.fast.ai/2018/09/26/ml-launch/

    http://www.fast.ai/2018/09/26/ml-launch/

    29-Sep-2018 1:51 pm

    29-Sep-2018 10:24 pm


    Don't waste your time on facebook. These kids are doing better. (Y)
    This post had an attachment, which is now missing

    29-Sep-2018 10:24 pm

    30-Sep-2018 4:50 am


    Elon Musk :

    Tweeted about taking Tesla private at $420 a share. The number being a reference to weed. And the day was national weed day. Intention was to amuse his girlfriend. Later he was seen smoking weed in a radio interview.

    Todays' news : Musk agrees to pay $40M fine for that tweet and has to resign from his Chairman position in Tesla.

    30-Sep-2018 4:50 am

    30-Sep-2018 11:08 am


    Using hydroponics to harvest.
    Solar energy to desalinate ocean water.
    Desert growing 15% of all the tomato in country.
    This post had an attachment, which is now missing
      Comments:
    • আপনি যা বুঝছেন আর আমি যা বুঝাতে চেয়েছি, তাতে পার্থক্য আছে সম্ভবতঃ।

    30-Sep-2018 11:08 am

    30-Sep-2018 3:07 pm


    Thug life 😎😎😎
    This post had an attachment, which is now missing

    30-Sep-2018 3:07 pm

    30-Sep-2018 6:25 pm


    আমেরিকা বা ইউরোপের কারো চোখ, কিডনি লাগলে এগুলোর সবচেয়ে বড় সাপ্লাইয়ার ইজরাইল, এটা বহু দিন ধরেই পড়ছি নিউজে। কিন্তু ইজরাইল এত অঙ্গ পায় কোথা থেকে? এগুলো আসে মধ্য এশিয়া থেকে। যেমন ইউক্রেইন।

    আর ইউক্রেইনে আসে কোথা থেকে?

    এর উত্তর নিচে।

    http://bonikbarta.net/bangla/news/2018-09-30/172171/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC-%E0%A6%85%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81--/

    http://bonikbarta.net/bangla/news/2018-09-30/172171/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC-%E0%A6%85%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81--/

    30-Sep-2018 6:25 pm

    30-Sep-2018 10:17 pm


    Cross wind landing. This time it was aborted. It was interesting to see the plane forming more than 45 degree angle with the runway to keep its approach straight.

    Had the wind, even if strong, been parallel to the runway, the plane would have made it easily.

    This post had an attachment, which is now missing

    30-Sep-2018 10:17 pm

    30-Sep-2018 11:54 pm


    Lock picking isn't rocket science. But once you learn the basics it will take you a long way over hurdles. :-)

    Here's a quick tutorial for the smart.

    https://www.youtube.com/watch?v=uqgyDsDvq_Y&feature=youtu.be&t=1m30s

    https://www.youtube.com/watch?v=uqgyDsDvq_Y&feature=youtu.be&t=1m30s

    30-Sep-2018 11:54 pm