Post# 1537235624

18-Sep-2018 7:53 am


শামিলা থেকে ৬টা বই ডাউনলোড করলাম। এখানে
https://habibur.com/kitab/other/


হাদিসের বই তিনটা : মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইবনে শায়বা, মুসতাদরা হাকেম। ঐতিহাসিক কাহিনীর সংকলন দুটো : তারিখ বাগদাদ ও দামাস্ক। মাদারিজ আসসালিকিন ও ডাউনলোড করে রেখেছি। কিন্তু এই বইয়ের ইন্টারেস্টিং কোনো কোটেশন এখনো কোথাও আমার চোখে পড়ে নি যে কারনে পড়ার উৎসাহ জাগতে পারে।

মূলতঃ এগুলো দিয়ে আরবী চর্চা চালিয়ে যেতে হবে। প্রথম থেকে শেষ অনুবাদ করবো না। মাঝে মাঝে যে অংশ চোখে পড়ে শুধু সেটুকু।


এগুলো পড়তে থাকলে শেষ হবে না। তারিখ দামেস্ক এর সাইজই বিশাল। আর ইলমের দাম হলো আমলের জন্য। অনেক ইলম শিখেও এর দ্বারা আমলে কোনো উন্নতি না আনলে শুধু শেখার জন্য শেখায় উপকার নেই।

On the other hand, নেটে বসে শুধু meme দেখে সময় কাটালেও কোনো উপকার নেই। সময় কেটেই যাবে। যে কাজেই লাগাই।

    Comments:
  • না পরে। ৪০০-৫০০ হিজরির দিকে সম্ভবতঃ। Need to recheck.

18-Sep-2018 7:53 am

Published
18-Sep-2018