এখন Order দিলাম :
DC-DC step down converter : 12 V lead acid backup battery দিয়ে router চালানোর জন্য।
Solder Wick : solder তুলার জন্য।
ULN2003 : ১টা IC যেটা দিয়ে ৭টা optocoupler + ৭ টা 1 K resistor কে রিপ্লেইস করা যাবে। প্লাস তারের সংখ্যাও আনেক কমে আসবে ইনশাল্লাহ। Let's check. [কেন? কারন Raspberry Pi দিয়ে সরাসরি relay চালানো যায় না। মাঝে কিছু কনভার্টার লাগে।]
NE555 Timer chip : ছাত্র অবস্থায় ইলেকট্রনিক্স ওয়ালাদের কাছে এই আইসিটার শুধু গল্প শুনতাম। এখন কিনে দেখি কি চিজ। দাম ১০ টাকা পার পিস।
4051 Analog Mux/Demux : 8 port এর। এনালগ পিন লাগবে অনেক। এটা দিয়ে একটা পিনে ৮টার কাজ চলবে।
Audio Amplifier Module : ১৫০/= পার পিস। Transistor বা op-amp দিয়েও তৈরি করা যায়। কিন্তু well, lets take a short cut here. 3 watt. আমার স্পিকার 5 ohm এর। চলবে তো? Lets hope so. :-)
- Comments:
- ^ আসিতেছে ইনশাল্লাহ, হযরত।