গতরাতের কাকরাইলের ভিডিও দেখে আমার মনে হচ্ছিলো কেমন যেন অদি যুগের "দূর্গ ঘেরাও" এর মত সিন দেখছি।
১
এর পর আজকে একজনের স্টেটাস :
"দাবি চারটি : মাদ্রাসা স্থানান্তর, বারবার সন্ত্রাসী হামলার মূল হোতাদের গ্রেফতার, বিচ্ছিন্নতাবাদি শুরাদের বহিস্কার, কেন্দ্রের সঙ্গের শুরাদের প্রবেশের অনুমতি দান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল ঘেরাও করে রাখা হবে ইনশাআল্লহ যেমন সাহবারা বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য একে ঘেরাও করে রেখেছিলেন ওমর ফারুক (রাঃ) এর জমানায়।"
আমার বুঝ তাহলে ঠিক ছিলো।
এটা ছিলো ইনটেনশেনাল।
২
ট্রল করার মতো মন মানসিকতা নেই। কিন্তু কথায় আছে "ঢেকি স্বর্গে গেলেও..."। তাই কিছু করছি Think positive!
Think positive এর কি আছে? বলছি :
তবলিগওয়ালারা জিহাদ করে না অভিযোগ ছিলো। সেই অভিযোগের আর সুযোগ নেই। কারন এখন বাইতুল মুকাদ্দাস উদ্ধারের রেকি করছে।
দ্বিতীয়তঃ অভিযোগ ছিলো : বাংলার সব টুপি দাড়িই পাকিস্তান পন্থি রাজাকার। সেটাও ভুল প্রমানিত হলো। দুর্গ ঘেরাও এর পর তাদের পাকিস্তান বিরোধি শ্লোগান প্রমান।
দুটোই পজিটিভ। Think positive.
- Comments:
- ^ শেষ পয়েন্টটা rewrite করে দিয়েছি। আরো সংক্ষিপ্ত করে।
- ^ ব্যবসা করার অনুমতি দিয়ে। দুনিয়ার সবাইকে। ট্যক্স ছাড়া।