Post# 1537887515

25-Sep-2018 8:58 pm


রাসুলুল্লাহ ﷺ এর প্রতি মহব্বত :


কম বেশি সবার মাঝেই আছে। তবে যেটার কথা আলোচনা করছি সেটার নিদর্শন হলো মহব্বতকারীর উপর অনবরত আপদ বিপদ আসতে থাকা।

এত বশি যে ত্রাহি অবস্থা। গায়ের কাপড় জির্ন। কেনার পয়সা নেই। কপাল কুচকে, বিপদে সমাধান নেই।


বিপদ সবার উপরই আসে। কিন্তু এই মুসিবত তার উপর চলতে থাকবে শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত। যতক্ষন না সে আল্লাহর সাথে সাক্ষাত করে। যদিও অন্যদের মুসিবত দীর্ঘস্থায়ী হয় না। জীবনের সব পর্বে থাকে না।


সে এর উপর সবর করবে। যতটুকু সে সবর করতে পারবে ততটুকু মুসিবত আল্লাহ তায়ালা তার উপর দেবেন। তার অন্তর পুড়ে আলোকিত হবে, কিন্তু মুসিবত তাকে ধ্বংশ করবে না।

মৃত্যুর পরে ইনশাল্লাহ সে তার সাথে থাকবে যাকে সে মহব্বত করতো।

    Comments:
  • এই স্টেটাসে ভালো মন্দ কোনো কমেন্ট নিচ্ছি না।
  • You can contact my office. Send them a mail or talk to marketting. Don't go through me, as that will delay the process. Check tigerit.com.

25-Sep-2018 8:58 pm

Published
25-Sep-2018