জ্বর আমরা মাপি ফারেনহাইটে। বিদেশে অনেক থার্মোমিটারে শুধু সেন্টিগ্রেটে আছে। কি করে সহজে মাপবেন সেটা :
বেসিক্যলি জ্বর ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেট থেকে ৪০ ডিগ্রির মাঝে থাকে।
এই দেশের পারদের থার্মোমিটারে ৯৮.৬ এ একটা দাগ দেয়া থাকে। এটা জ্বরের দাগ। এর উপর উঠলে জ্বর।
৯৮.৬ হলো ঠিক ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেট। সেন্টিগ্রেট থেকে ফারেনহাইটে নিতে গিয়ে দশমিক নিয়ে এসেছে।
আর জ্বর হলে সর্বোচ্চ ১০৪ ডিগ্রি পর্যন্ত উঠে। এর বাইরে এক্সেপশন।
১০৪ ডিগ্রি হলো ঠিক ৪০ ডিগ্রি ফারেনহাইট।
এর মাঝে প্রতি দুই ডিগ্রি ফারেনহাইটের জন্য ১ ডিগ্রি সেন্টিগ্রেট করে বাড়বে।
তাই/
37 C = 98.6 F
38 C = 100 F
39 C = 102 F
40 C = 104 F
Done.
- Comments:
- FAQ : কনভার্শন ফরমুলা ব্যবহার করলেই তো হয়।
উত্তর : ডিজিটাল-কেলকুলেটর এর বাইরে কনসেপচুয়াল-এনালগ-প্রাগমাটিকলি কি করে বুঝবেন সেটা বলা হয়েছে এখানে। - C = F + 40 * 5/9 - 40
F = C + 40 * 9/5 - 40আরো সহজ ফরমুলা।
কিন্তু এখানে এই বিষয়ে আলোচনা হয় নি। এর পরের স্টেইজের আলোচনা হয়েছে। - Therein lies the difference between how you think, and how the people I presented it to, think.