Post# 1537805396

24-Sep-2018 10:09 pm


ইলম :


দ্বিনী ইলমের প্রথম হলো মাসলা মাসায়েল। এগুলো কোনো কিতাব ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে জেনে নিতে হবে। কাউকে জিজ্ঞাসা করে জেনে নেবার বদলে।

দ্বিতীয় ধাপ হলো কোরআন শিক্ষা। অর্থ বুঝে অল্প অল্প করে মুখস্ত করে যেতে হবে সামনের দিকে।

তৃতীয় ধাপে হলো জীবনী। রাসুলুল্লাহ ﷺ এবং সাহাব কিরামদের কথা শিক্ষা কাজ এগুলো জানা।


এর পর হাই লেভেলের এডুকেশন। অধিকাংশ লাগে মানুষের সাথে তর্ক করার জন্য। বা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। এগুলোতে কোনো উপকার নেই। যদি দেখি তফসিরের বই ঘাটছি পক্ষে বা বিপক্ষে যুক্তি বের করে ফেসবুকে প্রমান দেখানোর জন্য, তবে বুঝতে হবে আমি এই ক্লাসে পড়ে গিয়েছি। যদিও এটাকে সোয়াবের মনে করছি।


উপকারি ইলমের একটা বড় অংশ হলো দোয়া শিক্ষা করা। কারন অনেক দোয়া আছে যেগুলো স্বল্প পরিচিত বা অপ্রচলিত কিন্তু অনেক সোয়াবের। জীবনকে পাল্টে দেবার মত। বিপদে সাহায্য পাবার উসিলা।

দোয়ার কিছু এসেছে কোরআন থেকে মু'মিনদেরকে আল্লাহ তায়ালার শিখিয়ে দেয়া। বা আগের যুগের নবীদের দোয়া।

কিছু হাদিস থেকে। রাসুলুল্লাহ ﷺ এর দোয়া। বা উনার সাহাবাদের দোয়া।

কিছু এসেছে পরবর্তি যুগের মু'মিনদের থেকে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথায় আল্লাহ কাছে সাহায্য চেয়ে এসেছেন। এবং পেয়েছেন।

সবগুলোতে মানুষের উপকার আছে। এমন কি আমি নিজে বানিয়ে যে দোয়া করি সেগুলোতেও।

    Comments:
  • ^ কোরআনের তফসির বুঝার জন্য দরকার আছে। তফসিরকে অনেকে "অর্থ" বলে। আমি শাব্দিক অর্থ বুঝিয়েছি।

24-Sep-2018 10:09 pm

Published
24-Sep-2018