Post# 1536735696

12-Sep-2018 1:01 pm


আরবী শিক্ষা ও continuation.

যারা উৎসাহ নিয়ে আরবি শেখা আরম্ভ করেন, তাদের মাঝে হয়তো ১০০ এর মাঝে ১ জন পুরো দমে একের পরে এক পাঠ শেষ করে বছর খানেকের মাঝে আরবীতে এক্সপার্ট হয়ে বের হন।

বাকিরা ড্রপ আউট। উৎসাহ হারিয়ে ফেলা, ব্যস্ততা, অলসতা বা অন্য কারনে।

এখানে ড্রপ আউটদের জন্য :

কিছু দিন পরে আবার উৎসাহ ফিরে এল আবার আরম্ভ করেন। আগে যা শিখেছেন তার অধিকাংশই মনে থাকবে। এর পর এগিয়ে নিয়ে যান।

কিছু দিন পরে আবার ড্রপ আউট হবেন। এর এক বা দুই বছর পরে হলেও আবার আরম্ভ করেন।

আমি এতে খারাপ কিছু দেখি না। আপনার এক বছরের কোর্স ১০ বা ২০ বছর লাগছে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন।

লিখিত বা কথ্য আরবির ২৫% যখন বুঝবেন তখন কনটেক্সট থেকে বাকিটা বুঝে নিতে পারবেন। এবং শেখা এর পর দ্রুত এগুবে ইনশাল্লাহ।

চর্চার জন্য ইউটুবে প্রচুর রিসোর্স আছে। বাংলা, ইংরেজি বা হিন্দি উর্দু বাদ দিয়ে আরবী ভিডিওগুলো বেশি সময় দেন।

meme, fail blog, win blog, হাসির কিছু, news, crime report, clip, life, দুঃখ কষ্ট, অনলাইনে তর্ক, বিতর্ক, যুক্তি, rant সব কিছুই আরবিতে আছে। প্রচুর পরিমানে। আপনাকে উৎসাহিত রাখার জন্য যথেষ্ট।

12-Sep-2018 1:01 pm

Published
12-Sep-2018