Post# 1537785728

24-Sep-2018 4:42 pm


উসুলে হাশতগানা : ইদানিং নামটা বার বার আসছে।

এটা কি খোজ লাগালাম। দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রাহি: যে মূলনিতিগুলো বলে গিয়েছিলেন।

আমি যতটুকু বুঝেছি।

১. মাদরাসার জন্য চাঁদা আদায়।

২. ছাত্রদের খানা চালু রাখা।

৩. নিজের মত প্রতিষ্ঠায় একগুয়েমী না করা।

৪. সকল শিক্ষককে সমমনা হওয়া।

৫. পাঠ্যসূচীর পাঠ সমাপ্ত করা।

৬. স্থায়ী আয় ব্যতিত চলা।

৭. সরকার সংশ্লিষ্টতা থেকে দূরে থাকা।

৮. খ্যাতি জন্য যারা চাদা দেয় না, শুধুমাত্র তাদের চাদা গ্রহন।

24-Sep-2018 4:42 pm

Published
24-Sep-2018