তাওয়াজ্জু / ফায়েজ :
১
কাউকে দেখা দ্বারা বা তার সাথে বসা কথা বলা দ্বারা যদি অন্তর আল্লাহর দিকে ঝুকে যায়। ভয় বাড়ে।
ক্ষমতাসিনদের দরবারে গেলেও অন্তরে প্রভাব পড়ে। বা বিখ্যাত কারো দরবারে। বা অর্থ বিত্তের মালিক। কিন্তু অন্তর তখন ঝুকে তার ক্ষমতার দিকে। তার প্রভাব শক্তির দিকে। নত হয় ব্যক্তির দিকে।
একজন দ্বিনদ্বার। এর সাথে ক্ষমতাসিন, প্রভাবশালি, তার অনেক খ্যাতি।
২
সাধারন এক মুসলিম। খেটে খায়, প্রতারিত করে না। আমার থেকে বেশি কষ্টে, কিন্তু আল্লাহর উপর সন্তুষ্টি আমার থেকে বেশি। আমার থেকে বেশি আপদে, কিন্তু আমার থেকে বেশি হাসি মুখে।
তার কাছে গেলে আল্লাহর কথা স্বরন হয়। কি করা সম্ভব ছিলো, কি করা উচিৎ ছিলো আর কি করলাম।
৩
আল্লাহর ভয়ে ভিত কোনো ব্যক্তি। মুখে "হায় হায়" নেই। কিন্তু চোখের দিকে তাকালে বুঝা যায় আল্লাহর ভয়ে ভীত। সে আল্লাহর অনেক কাছে।
কেন যেন তার কাছ থেকে ফিরে আসলে নিজের নামাজে হটাৎ করেই কান্না আসে।
এটা তাওয়াজ্জুহ। সে আমাকে কিছু বলে নি।