Post# 1537977676

26-Sep-2018 10:01 pm


খবর : সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, "পাইলট টেকনিক্যাল কারণে জরুরি অবতরণের প্রয়োজন অনুভব করেন। ফ্লাইটের সব যাত্রী, কেবিন ক্রু ও পাইলট নিরাপদে এয়ারক্রাফট থেকে বের হয়ে আসেন। যাত্রী ও ক্রুসহ বিমানের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।"

এখানে "পাইলট অনুভব করেন" -- মানে পাইলট মহোদয়ের অনুভুতি। তেমন কিছু না।
প্লাস, "বিমানের কোনো ক্ষতি হয় নি"।

এর পর ছবি দেখলাম,

  • প্লেনের সামনের চাকা নামছিলো না।
  • প্লেন সামনের চাকা না নামিয়ে বেলি ল্যন্ড করে।
  • ঘষা খেয়ে প্লেনের ইঞ্জিন-বডি শেষ।

      Comments:
    • ^ indeed. but news suppression in effect.

    26-Sep-2018 10:01 pm

  • Published
    26-Sep-2018