Post# 1537558126

22-Sep-2018 1:28 am


এখন কোনো দলের উপর আপনার আশা রাখবেন না।


দলের একজন নেতা থাকবে। অধিকাংশ দলের নেতা খুব সহজে বিক্রি হয়ে যাবে। হয় লোভ নয়তো ভয়ে।

আপনার অন্ধ বিশ্বাস যে "আমার নেতা আল্লাহকে ভয় করে। কখনো বিক্রি হবে না" কেবল তার বিক্রয় মূল্য বাড়াবে।


নেতা ভুল করে। কিন্তু দলের প্রতি আনুগত্যের কারনে আপনি তার ভুলকে ভুল বলতে পারবেন না। তার সাথে আপনিও জাষ্টিফাই করতে থাকবেন "এই এই যুক্তিতে এই ভুলটাই আসলে ঠিক। বরং বাকি সবাই ভুলের মাঝে আছে"।


দলের পরাজয় হয়। কোনো দলকে যদি আপনি আপনার ঈমানের সাথে সম্পৃক্ত করে ফেলেন, তবে মনে হবে আপনার ঈমানের পরাজয় ঘটছে। যা কিছু এত দিন বিশ্বাস করতেন সেগুলো ঠিক না।


দলের নেতৃত্বে কোন্দল দেখা যায়। আপনাকে দলের অন্য কারো বিপক্ষে দাড়াতে বাধ্য করা হবে। আপনি চান বা না চান।

কারন আপনি আপনার দলকে আনুগত্য দিয়ে রেখেছেন।


কোথাও ওয়াজ হচ্ছে। বা সম্মিলিত ভাবে কিতাব পড়া হচ্ছে। বা দ্বিনি কথা হচ্ছে।

আপনি উনার কথার মাঝে যে কোনো সময়ে সেই বৈঠকে গিয়ে বসতে পারবেন। সবাই আপনাকে স্বাগত জানাবে।

কিন্তু আপনার চলে যেতে ইচ্ছে করলেই যেতে পারবেন না। আপনাকে বাধা দেবে। "কই যাচ্ছেন ভাই? বসেন" "এই যে ভাই উঠে বিশৃংখলা সৃষ্টি করছেন কেন?" "ভাই কথা শেষ হবার আগে কেউ না উঠি"।


একটা মজমা বা দলে যোগ দেয়া খুব সহজ। এবং যে কোনো সময় করতে পারবেন।

কিন্তু দল থেকে বেরিয়ে আসা কঠিন।

আপনার যোগ দেয়াটা বুঝায় আপনার কমিটমেন্ট। একটা ওয়াদা। যে আপনি তাদের সাথে শেষ পর্যন্ত আছেন।

চলে আসা মানে আপনার কমিটমেন্ট আপনি ভঙ্গ করেছেন।

সুডো বিশ্বাসঘাতকতা।

22-Sep-2018 1:28 am

Published
22-Sep-2018