মাসলা কি করে শিখবেন :
১
মাসলার যে কোনো একটা বই নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে। হানাফি মাজহাবে এর জন্য আছে "বেহেস্তি জেওর"। আরেকটু এডভান্স লেভেলের জন্য আছে "ফতোয়ায়ে আলমগিরি"। আধুনিক বিষয়গুলোর জন্য বিভিন্ন মুফতিদের লিখা ফতোয়ার কালেকশন বই। এবং অনলাইন জেনারেশনের জন্য ওয়েবে সার্চ।
২
নিজে কিতাব না পড়ে বার বার অন্যকে জিজ্ঞাসা করে জেনে নেয়ার অভ্যাস খারাপ। যেটা অনেকেই করে।
প্রথমতঃ যাকে জিজ্ঞাসা করা হয় তার জন্য এটা বিরক্তিকর।
দ্বিতীয়তঃ যে জিজ্ঞাসা করে সে তার নিজের পছন্দমতো ফতোয়া নেয়ার জন্য push করতে থাকে "এটাই তো হবে" "অন্যটা কেন হবে?" "হওয়া উচিৎ, তাই না?"
তৃতীয়তঃ এর অধিকাংশ যাকে জিজ্ঞাসা করা হয় সেও জানে না। তার পরও তার সাথে এই সব বিষয় গুলো নিয়ে গল্প জুড়ে দেয়া হয় যার ফলাফলে ভালো কিছু আসে না।
৩
একারনে যে মাসলা জানে সেও মাসলা মাসায়েল নিয়ে আলোচনা করতে চায় না। এসব আলোচনা দ্রুত তর্কের দিকে চলে যায়।
আরেকজনের সাথে আলোচনা না করে, নিজে কিতাব পড়ে জেনে নিন। সঠিকটা জানতে পারবেন।
- Comments:
- ^ খুজলে পাবেন। নেটে বা লাইব্রেরিতে বা মোবাইল এপসে।
প্রথমে অনলাইনে যা পান সেগুলো দিয়ে আরম্ভ করেন। নিজে বুঝতে পারবেন এর পর আপনার কি লাগবে। "এর পর কি লাগবে" সেটা একেকজনের জন্য একেকরকম। কমন কিছু নেই।