"আপনি কি সাদ সাহেবের কোনো বয়ান নিজের কানে শুনেছেন? না শুনে অন্যের কথায় উনাকে বাতেল বলেন কিভাবে?"
১
এটা বলা হয়েছিলো মুস্তাকুন্নবি সাহেবকে এবার হজ্জে।
এটা একটা কমন যুক্তি। ইমপ্লাই করে নিজের কানে না শুনলে অন্যের কথা শুনে কাউকে খারাপ বলা নিষেধ।
২
Truth be told. আমি নিজের চোখে বাশার আল আসাদকে কোনো খারাপ কাজ করতে দেখি নি। কোনো আমেরিকানকে কোনো মুসলিম হত্যা করতেও দেখি নি। এবং সালমান রুশদির লিখা কোনো ইসলাম বিরোধি বইও নিজে পড়ে দেখি নি।
সবই শোনা কথা। যেটা আমি আরেকজন থেকে শুনে বিশ্বাস করি।
৩
দেখলেই বা কি?
"আপনি কি তাদের কাছে গিয়ে কখনো জিজ্ঞাসা করেছেন তারা এরকম করেছে কিনা? কেন করেছে?"
না করি নি।
"কখনো দাওয়াহ নিয়ে গিয়েছেন তাদের কাছে? বুঝানোর জন্য?"
না তাও করি নি।
"তবে ফেসবুকে তাদের গিবত করে নিজের ঈমান নষ্ট করছেন কেন?"
ভাবিয়ে তুললো।
- Comments:
- ^ indeed.