Post# 1537523798

21-Sep-2018 3:56 pm


এবার আশুরা পড়লো শুক্রুবারে।

ছোটবেলায় শুনেছিলাম কিয়ামত হবে আশুরার দিন শুক্রুবারে। দলিল জানা নেই বা নেই। সাইদি সাহেব উনার ওয়াজেও এটা বলেছিলেন, "আজকে আশুরা কিন্তু আজকে কিয়ামত হবে না কেন? অনেক কারন তার মাঝে একটা আজকে শুক্রুবার না।"

Add with it :

  • এবার মুহাররমের প্রথম দিন আরম্ভ হয়েছে এদেশে ভুমিকম্প দিয়ে।
  • প্রথম দিন সন্ধায় ঢাকার আকাশ প্রচন্ড লাল হয়ে গিয়েছিলো। জায়গামতো মেঘ ছিলো বলে।
  • মুহাররম আরম্ভ হয়েছে পৃথিবীতে ৯ টা ঘুর্নিঝড় দিয়ে।

    কি বুঝায়? কিছুই বুঝায় না। Life goes on.

    আমার কিয়ামত হলো আমার মৃত্যু। যেটা কিয়মতের থেকে অনেক বেশি কাছে।

      Comments:
    • ^ ROFL, literally.

    21-Sep-2018 3:56 pm

  • Published
    21-Sep-2018