Post# 1537295054

19-Sep-2018 12:24 am


জুহুদ :


অর্থ কষ্ট করা। সুফিদের এটা করতে দেখা যায়। বিভিন্ন দিক থেকে কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য। নৈকট্যের জন্য।


হয়তো আমি আল্লাহ তায়ালার নৈকট্য পাবার চেষ্টা করছি। আমার জুহুদ হবে আমলের রেগুলারিটির জন্য। বেশি আমলের জন্য না।

হটাৎ করে সারা রাত ধরে নামাজ পড়াকে জুহুদ ধরবো না। সবসময় জামাতে নামাজ পড়ি, কোনো দিন হালকা অসুস্থ, প্রচন্ড ক্লান্তি লাগছে একেবারেই ইচ্ছে করছে না জামাতে যাবার। আজকে এই সময়ে মসজিদে যাওয়া হলো জুহুদ। আমলের রেগুলারিটির জন্য।


এটা শুধু ফরজ না। নফলের ক্ষেত্রেও প্রযোজ্য। হয়তো প্রতিদিন তসবিহ পড়ি। বা রাতে নামাজ পড়ি। এর পরিমান সুযোগ মতো বাড়িয়ে দেওয়া জুহুদ না। কিন্তু যে দিন একেবারে করতে ইচ্ছে করছে না সেদিনও ইচ্ছার বিরুদ্ধে ঐ নামাজ-তসবিহ পড়া হলো জুহুদ।

আল্লাহ তায়ালা আমাকে আর সমস্ত মু'মিনদের মাফ করুন।

19-Sep-2018 12:24 am

Published
19-Sep-2018