Post# 1535911721

3-Sep-2018 12:08 am


যে দাবা খেললো সে যেন তার হাত শুকরের রক্তে রঞ্জিত করলো -- হাদিসটা ছোট বেলাই শুনেছিলাম। কিন্তু apparently আরবি হাদিসে আছে النرد যার অর্থ আরবরা করছে লুডুর মত কিছু!

তবে দাবার কি হবে? আর লুডুর ব্যপারেই বা কি?

কে জানে অন্য হাদিসে হয়তো দাবার কথা আছে। জানা নেই।

আর এটা হয়তো লুডু না। পাশা খেলা, যেটার নাম শুনেছি কিন্তু কাখনো দেখি নি। তবে জানি যে এটা লুডুর মত দেখতে।

জানা নেই।

3-Sep-2018 12:08 am

Published
3-Sep-2018