Post# 1537467825

21-Sep-2018 12:23 am



আমরা শিখেছিলাম "আলিফ বা তা থা"।

পরবর্তিতে হুজুর বললেন হবে "বে তে থে"।

বড় হয়ে জানলাম "বে তে থে" এসেছে উর্দু থেকে।
আরবীতে "বা তা থা" ঠিক।


শিখেছিলাম ওয়াও জের وِ উই।
হুজুর বললেন উচ্চারন হবে "বি"। স্পেশাল কেইস।
পরে জানলাম "বি" হয় উর্দুতে। আরবীতে উই ঠিক।


শিখেছিলাম ذ আর ظ এর উচ্চারন "দ" এর মত।
হুজুর বললেন না এগুলো "য" এর মত।

পরে জানলাম "দ" এর মতই ঠিক। "য" হয় উর্দুতে।


শিখেছিলাম كَتَبَ উচ্চারন কেতেবে।
হুজুর বললেন হবে "কাতাবা"।

ইউটুব আসার অনেকগুলোর ভিডিও চেক করলাম। আরবরা "কেতেবে" উচ্চারন করে।
https://www.youtube.com/watch?v=eLQQbxqQKL8

21-Sep-2018 12:23 am

Published
21-Sep-2018