১
আমরা শিখেছিলাম "আলিফ বা তা থা"।
পরবর্তিতে হুজুর বললেন হবে "বে তে থে"।
বড় হয়ে জানলাম "বে তে থে" এসেছে উর্দু থেকে।
আরবীতে "বা তা থা" ঠিক।
২
শিখেছিলাম ওয়াও জের وِ উই।
হুজুর বললেন উচ্চারন হবে "বি"। স্পেশাল কেইস।
পরে জানলাম "বি" হয় উর্দুতে। আরবীতে উই ঠিক।
৩
শিখেছিলাম ذ আর ظ এর উচ্চারন "দ" এর মত।
হুজুর বললেন না এগুলো "য" এর মত।
পরে জানলাম "দ" এর মতই ঠিক। "য" হয় উর্দুতে।
৪
শিখেছিলাম كَتَبَ উচ্চারন কেতেবে।
হুজুর বললেন হবে "কাতাবা"।
ইউটুব আসার অনেকগুলোর ভিডিও চেক করলাম। আরবরা "কেতেবে" উচ্চারন করে।
https://www.youtube.com/watch?v=eLQQbxqQKL8