Post# 1536883202

14-Sep-2018 6:00 am


আমি আন্দোলনে বিশ্বাসি না।


কোনো আন্দোলনেই না। কোনো দেশের সরাকার বিরোধি আন্দোলনেও না। ভালো কিছু দাবি আদায়ের জন্যও না। কোনো গ্রুপের দাবি আদায়ের জন্যও না।

আন্দোলনের পক্ষে উলামাদের সম্মলিত মত থাকলেও আমি সেই মত গ্রহন করি না। এখানে মূল ধারার সাথে আমার একটা পার্থক্য। যদি মূলধারার মত আন্দোলনের পক্ষেই হয়ে থাকে তবে।

কোনো আন্দোলনে যদি বিজয় হয়। দাবি আদায় হয়। উম্মাহর উপকার হয় তার পরও আন্দোলন জিনিসটার আমি পক্ষে না।


তবে তার অর্থ এই না যে কোনো দল আন্দোলন করলে আমি তার বিপক্ষে অবস্থান করবো। বা তাদেরকে বিরত করার চেষ্টা করবো। বা তাদেরকে বলবো "ভাই আন্দোলন করা জায়েজ না"।

আমি তাদের পক্ষে বলতে পারি। সমর্থনও দিতে পারি। তাদের বিজয় হলে উল্লাস প্রকাশ করতে পারি।

কিন্তু এর পরও আমি আন্দোলনের বিপক্ষে। কোনো আন্দোলনের পক্ষে চিয়ার করছি, এই অবস্থায় যদি আমার কাছে কেউ পরামশর্শ চায় "আমি কি এই আন্দোলনে যাবো?' আমি তাকে বলবো "না।"

আমি নিজে যদি কখনো কোনো আন্দোলনে যাই, তবে ফিরে এসে বলবো "উচিৎ হয় নি।"

    Comments:
  • বলবো ইনশাল্লাহ। তবে এই পোষ্টে না। এটা শুধু ইনট্রোডাকশন, একটা সিরিজ পোষ্টের আগে।

14-Sep-2018 6:00 am

Published
14-Sep-2018