দেশপ্রেম
১
আজকে ট্রাম্পের ইউএনে ভাষন : "We reject globalism and we embrace patriotism" -- আমরা globalization কে প্রত্যাখ্যান করছি। বদলে দেশপ্রেমকে গ্রহন করছি।
২
চীনের উইঘুরের মুসলিমদের আরো দেশপ্রমিক করার কাজ চলছে আজকে বহু মাস ধরে। ক্যম্পে ধরে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে জাতীয় সংগিত গাওয়ানো এর প্রথম ধাপ।
একটা দেশে থাকতে হলে ঐ দেশের সাথে একাত্ব হতে হবে তো নাকি? আমরা না হয় পাকিস্তান পাঠিয়ে দিতে পারি, চীন পাঠাবে কোথায়?
৩
ভারতের মুসলিমরা কেন যেন তাদের জাতীয় সংগিত "বন্দে মা তরম" গাইতে চায় না। নেটে প্রচুর ভিডিও পাবেন যেখানে কোনো হুজুরের দাড়ি ধরে টেনে ভারতীয়রা পিটাচ্ছে তাকে দিয়ে জাতীয় সংগিত গাওয়ানোর জন্য।
তাদের মাঝে দেশ প্রেম কম।
৪
শেষে বাংলাদেশের কওমি অঙ্গনে দেশপ্রেম কিছু কম ছিলো। তবে তারা লাইনে আসছে। পিটানোর দরকার নেই।
খবর :
চুয়াডাঙ্গা জেলার দেড় শতাধিক কওমি মাদরাসায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা করা হবে। উস্তাদরা জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে সম্মতি দেন। উপস্থিত ছিলেন মুফতি রুহুল আমিন, মাওলানা জুনাইদ হাবিব, মাওলানা মোস্তফা কামাল কাসেমী সহ জেলার কওমি মাদরাসার শিক্ষকগণ।
দেশ এগিয়ে যাচ্ছে। মাদ্রাসাও পিছিয়ে নেই।