আরবী শিক্ষার ধাপ সমুহ :
১
প্রথমে কোরআনিক আরবী শিখতে হবে, কোরআন শরিফ আস্তে আস্তে মুখস্ত করতে করতে।
দ্বিতীয় ধাপে হাদিসের আরবী শিখতে হবে হাদিস সমুহ পড়তে পড়তে।
তৃতীয় ধাপে MSA, মানে শুদ্ধ আরবী। যেটা দিয়ে বিভিন্ন বই পুস্তক, খবর এবং খুতবা, বক্তব্য দেয়া হয়। সেটা শিখতে হবে।
চতুর্থ ধাপে কথ্য আরবী। যেটা আরবরা রাস্তা ঘাটে এবং নিজেদের মাঝে বলে।
২
কোনোটাই ১০০% শেষ হবে না। তাই একটা নিয়ে পড়ে থাকা অনুচিৎ। কোনোটা ৫০% হয়েছে বুঝতে পারলেই পরবর্তি ধাপে চলে যেতে পারেন।
মুখস্ত করবেন কেন? কারন প্রথম দিকে যা পড়বেন সেটা মুখস্ত হয়ে যাবে। অনেকবার করে পড়তে হবে বলে। এখন "সাবাহুল খাইর। কাইফা হালুকা" এসব মুখস্ত করতে পারেন। বা কোরআন শরিফ মুখস্ত করেন। পরেরটা ভালো।
গ্রামার? কোরআন শরিফ শেখার সময়ই শিখে নিতে হবে। কিন্তু খুব deeply না। যতটুকু লাগে, যতটুকু খুব প্রয়োজনীয় মনে হয় ততটুকু। সময়ের সাথে সাথে বাকি অনেক কিছু শেখা হয়ে যাবে ইনশাল্লাহ।
তাই একটা ব্যলেন্স রেখে চলতে হবে।