Post# 1536427470

8-Sep-2018 11:24 pm


জিবিত লোককে আদর্শ বানানো খারাপ। মৃতকে বানাতে হয়।


সম্ভবতঃ কোনো হাদিসের মর্মকথা। লিংক জানি না। আমি জানি না জীবত লোক কিছু দিন পরে কোন দিকে যাবে। মুসলিম থাকবে? ভালো থাকবে?


"ইসলাম চলে গিয়েছে কিতাবে, মুসলিমরা কবরে। কারন উদাহরন দিতে গেলে আমরা জীবিত কারো উদাহরন দিতে পারি না। মৃতের দেই।"

একটা কমন কথা যেটা দিয়ে উদাহরন দেয়া হয় মুসলিমদের বর্তমান খারাপ অবস্থা সম্পর্কে।

কিন্তু আমি এতে সমস্যা দেখি না। জীবিত কাউকে দিয়ে উদাহরন না দেয়াই ভালো। মৃতের আমলনামা বন্ধ হয়ে গিয়েছে। সে আর খারাপ কিছু করতে পারবে না। সে উদাহরন।


সুকি কে নোবেল দেয়া হয়েছিলো। কিন্তু সে ছিলো জীবিত। নোবেল ফিরানোর উপায় নেই, তাকে দোষ দেয়ারও উপায় নেই। তাই কৌশলে দোষ দেয়া হচ্ছে শুধু মিলিটারি কমান্ডকে। মূল সমস্যা ছিলো নোবেল দেয়া হয়েছিলো জীবিতকে।


"তুমি এত ভালো যে তোমাকে নোবেল দেয়া হলো। তুমি যা ইচ্ছে করো। যাই করো না কেন তোমার কোনো পাপ নেই।" -- এই সার্টিফিকেট কি ইসলামে আছে?

আছে বদরি সাহাবিদের জন্য। এক যুদ্ধের প্রসংগে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে সাহাবা উনার ব্যপারে হাদিস দ্রষ্টব্য।


বাজারে গুজব "থেকে আমাতুল্লাহ" বই নিয়ে। কিন্তু দ্বিনের পথে ups and downs আছে। এগুলো নিয়ে এত উত্তেজিত হবার কিছু নেই। জীবনে অনেক মোড় আছে। আমাকেও পার হতে হয়েছে। কিন্তু শেষ পরিনতি কি, সেটা মূল ফ্যক্টর।

এখানে প্রথম সমস্যা? জীবত কাউকে আদর্শ বানিয়ে ফেলেছিলাম। যেটা অনুচিৎ।


"আচ্ছা প্রত্যাবর্তন বই নিয়ে আপনার কি মত?"

দুনিয়ার যত মানুষ বর্তমানে দ্বিনের উপর আছে তাদেরকে আল্লাহ তায়ালা ইনশাল্লাহ দ্বিনের উপর রাখবেন। শেষ মুহুর্তে উল্টো টার্ন খুব কম লোকের হয়।

এর জন্য, এই না যে প্রত্যেককে আমাদের সন্দেহের চোখে দেখতে হবে। এখানে একটা ব্যলেন্স দরকার আছে। মানুষের ভালো এক্সপেরিয়েন্স থেকে শেখার অনেক কিছু আছে।


মানুষের ভালোগুলো নেই।

But don't get too much attached with anyone.

কারন দিনের শেষে আমি আমার পরিনতি জানি না। তার পরিনতিও না।

    Comments:
  • ^ "কোন এক" দিয়ে দিয়েছি। সঠিকটা জানা নেই বা এখন খুজে বের করার সময় নেই যেহেতু।

8-Sep-2018 11:24 pm

Published
8-Sep-2018