Post# 1536796924

13-Sep-2018 6:02 am



"দাউরা যদি মাস্টার্স এর সমান হয় তবে ইফতাহ কে কি বলবে?"

পিএইচডি? এটা আস্বাভাবিক না। পিএইচডিতে নতুন কিছু জ্ঞান যোগ করতে হয় যেটা মানুষ আগে জানতো না। ইফতাহতেও তাই, নতুন কিছু বিষয়ে ফতোয়া দিতে হয়, যেটার ব্যপারে আগে ফতোয়া নেই।

প্লাস মধ্যপ্রাচ্যের প্রায় সব আলেম প্রেজেন্টার "দকতুর" ডিগ্রিধারি। তাদের ডকটরকে এই দেশের ইফতাহ এর সমান বলা যায়।


"বুঝলাম। এর পর মুজতাহিদ হলে?"

মুজতাহিদের কোনো সার্টিফিকেট কোথাও দেয়া হয় না। এটা অনেকটা সামাজিক গ্রহনযোগ্যতা।


"কিন্তু অল্প সময়ে তারা দাউরা পাশ করে মাসটার্স এর ডিগ্রি নিয়ে নিচ্ছে!"

এটা নিয়ে বিচলিত হবার কারন নেই।

মাদ্রাসাগুলো তাদের কোর্স এখন লম্বা করে নিচ্ছে জেনারেল লাইনে মাষ্টার্স যতবছর লাগে ততবছরের শিক্ষার ইকুইভেলেন্ট করে। আগের মতো শর্ট ৫ বছরের কোর্সে দাউরা সম্ভবতঃ এখন বন্ধ হয়ে যাচ্ছে।


"কিন্তু তারা তো তেমন কিছু শিখছে না।"

Arguably. বাংলা মিডিয়ামে কি শিখে? একটা উপন্যাস নিয়ে দুই বছর ধরে কচলাতে থাকে। ঐ উপন্যাসের এর চরিত্র, তার চরিত্র বিশ্লেষন।

মাদ্রাসা লাইনে এত ঘুরপাক খায় না। লাইব্রেরিতে বসে বই পড়ার মতো। একের পর এক বই পড়ে প্রথম থেকে শেষ করে যায়। আজকে যে ১০ পৃষ্ঠা পড়লো পরের দিন এর পরের ১০ পৃষ্ঠা। এর মাঝে শিক্ষা। তারা তিন পৃষ্ঠার এক গল্প তিন মাস ধরে পড়ায় না।

ইংলিশ মিডিয়ামেও একটু কম হলেও তাই। ইংরেজি পরিক্ষা দেবেন? কোনো পাঠ্য বইয়ের কোনো গল্পের উপর প্রশ্ন আসবে না। বরং আপনি ইংরেজি কতটুকু পারেন সেটার উপর প্রশ্ন।

বাংলা মিডিয়াম বরং এই সাইড থেকে পিছিয়ে আছে। কে কতটুকু মুখস্ত করতে পারে তার প্রতিযোগিতা। এমন সব কিচ্ছা কাহিনির যেগুলোতে মানুষের কোথাও কোনো উপকার নেই।

    Comments:
  • অনেকটা নিজেকে কনভিন্স করার জন্য লিখলাম। যুক্তি-পাল্টা যুক্তি।

13-Sep-2018 6:02 am

Published
13-Sep-2018