প্রান কম্পানির উপর ইনভেষ্টিগেশন এক টিভি চ্যনেলের। একেবারে মুখোশ উন্মোচন করে দিয়েছে।
এবং
এটা দেখার পর ডিসিশন নিয়েছি প্রান কোম্পানির কোয়ালিটি বেশ ভালো। প্রানের খাবারই কিনতে হবে।
কেন? কারন ইনভেস্টিগেশনে বড় কিছু বের না করতে পেরে হাবি-জাবি দিয়ে ইমোশন স্টাইয়ার আপ করার চেষ্টা করছে। দুপক্ষের দ্বিমতের মাঝে প্রানের উপর দোষ চাপানো। এই ধরনের অনেক কিছু। আমি পয়েন্ট টু পয়েন্ট এনালাইসিস দিলাম না। যে বুঝবে না সে এর পরও বুঝবে না যেহেতু।
এবং এর থেকে ভালো খাবার কোন কম্পানির? বাকিগুলোর অবস্থা আরো অনেক খারাপ।
"কিন্তু প্রান তো আহমদিদের।"
এটা ভিন্ন প্রসংগ। যার সাথে কোয়ালিটির আলোচনা আসে না। তখন দেখতে হবে আমরা অমুসলিম কম্পানির কিছু কিনি কিনা বা খাই কিনা।
অহরহ খাচ্ছি। আমদানিকৃত ফুডস। তো এখানে সমস্যা কি?