Post# 1536603462

11-Sep-2018 12:17 am



হাই টোন, হাই পিচ, হাই লেভেলের যুক্তিতে যদি এক দল অন্য দলের বিরুদ্ধে বলে তবে বুঝতে হয় এই কথাগুলোতে ভালো কিছু নেই। এখানে দেখার কিছু নেই। Look elsewhere.

সত্যিকারে বাতেলের বিরুদ্ধে লম্বা যুক্তি দেয়ার দরকার পড়ে না।
সবাই বুঝতে পারে, বা অল্প দু এক কথাতেই বুঝানো যায়।


প্রশ্ন : নিজে নিজে যদি সবাই বুঝে, বা অল্প কথাতেই যদি বুঝানো যায় তবে এত মানুষ গলদ দলগুলোর সংগে যায় কেন?

উত্তর : ঐ দলের নেতাদের হাই পিচ, হাই এনার্জি, ইমোশোনাল কথায় প্রভাবিত হয়ে। এক সময় অনুসারির ঘোর কেটে যায, বুঝে ঐ হাই লেভেলের কথাগুলো অতিরঞ্জিত ছিলো। কিন্তু ততক্ষনে সে দলে ঢুকে গিয়েছে, বেরিয়ে আসার উপায় নেই।

মনে রাখতে হবে,
যে কোনো দল - ওয়ান ওয়ে রোড। আপনি ঢুকতে পারবেন কিন্তু বেরুতে পারবেন না।


দিনকে রাত প্রমান করতে অনেক কথা লাগে।
রাতকে রাত প্রমান করতে বেশি কথা লাগে না। বললে হয়।

তাই, সাধু সাবধান।

11-Sep-2018 12:17 am

Published
11-Sep-2018